ঈদের পর আমার জীবনসাথীটি দেশে গেছে আর সেই অবধি জীবনটা এত নীরস লাগছে যে বলার মতনা। রাতেতো ঘুম আসতেই চায়না দিনটাও এএত বিরস যেন মনে হচ্ছে অসুখ করেছে। তাকে ছাড়া যে জীবন এত অচল তাতো আগে জানতাম না। তিনি আবার কালরাতে মোবাইলে জানালেন যে উনার ফিরত কয়েকদিন দেরী হবে, অবশ্য অনিবার্য কারণ বশতঃ। আহা কি আনন্দ! কে তাকে বলবে যে এটা কত বড় অন্যায়, কতবড় অত্যাচার। তাই ভাবি যাদের জীবনসাথী চিরদিনের জন্য ছেড়ে চলে যান তারা কি করে বেঁচে থাকেন? আমার মা কি করে বেঁচে আছেন আমার আব্বাকে হারিয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।