আমার এই পথ চাওয়াতেই আনন্দ............
সমগ্র এশিয়া জুড়েই চলছে খাদ্য সংকট। চালের উৎপাদন হ্রাস এবং উচ্চমূল্য এর অন্যতম কারণ। জাতিসংঘ খাদ্য তহবিলের মাধ্যমে ক্ষুধার্ত ও দারীদ্র পীড়িত জনগণকে খাদ্য সরবরাহ করা হয়ে থাকে বিশ্বব্যাপি। আপনি চাইলেও খুব সহজে চাল দান করতে পারেন এই খাদ্য তহবিলে। ভাবছেন কিভাবে? এজন্য আপনাকে http://www.freerice.com নামক সাইটে গিয়ে ওয়ার্ড গেইম বা ভোকাবুলারী গেম খেলতে হবে। আপনার প্রতিটা সঠিক উত্তরের জন্য ঐ সাইটের স্পন্সাররা দিবে ১.৩ গ্রাম বা ২০টি চাল। যা দান করা হবে জাতিসংঘ খাদ্য তহবিলে। আপনার কিন্তু লাভ ২দিক থেকেই, আপনার শব্দ ভান্ডারও সমৃদ্ধ হবে অন্যদিকে অভুক্ত মানুষের পাশেও দাড়াঁতে পারলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।