তোমায় দেখলে, ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন.........................।
ব্লগার বন্ধুরা, কয়েকদিন আগে অফিসের একটা ডে-লং ওয়ার্কশপে গিয়েছিলাম পদ্মা রিসোর্ট। প্রথমে দুর থেকে দেখে তেমন Impressive মনে হয়নি, কিন্তু যতই সময় কেটেছে ততই ভালো লেগেছে। ভরা বর্ষাতে নাকি আরও সুন্দর লাগতো, কারন তখন কটেজ গুলো ভাসতো পানির উপরে।
জেনারেটরের সাহায্যে বিদ্যুতের ব্যবস্হা করলেও দিনে সেটার আদৌ দরকার ছিল না, কারন চারপাশের খোলা চরে প্রচুর বাতাস।
অনেকদিন পরে সারাদিন কাটালাম Natural Environment-এ। খোলা বাতাসে কাঠের কটেজে বসে Multimedia Presentation!, খারাপ না।
সন্ধায় নৌকা ভ্রমনের চমতকার ব্যবস্হা ছিলো। খাবারের ব্যবস্হাও বেশ ভালো, পদ্মার ইলিশ এবং চিংড়ী।
একদিনের শর্ট প্রগ্রামে চলে যেতে পারেন ওখানে, শহরের ব্যস্ততা ছাড়িয়ে এক ঘন্টার ড্রাইভ।
দিনশেষে ভালোই লাগবে।
আপনাদের জন্য পদ্মা রিসোর্টের কিছু ছবি দিলাম:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।