munirshamim@gmail.com
ভাইজান মানে আমার এক কলিগ গতকাল রাত সোয়া আটটায় গাবতলী থেকে রওয়ানা দিযেছেন। আমি নিশ্চিত ছিলাম তিনি তার রংপুরের বাড়ি পৌছে গিয়েছেন রাতেই। সেহরীওটাও সেরেছেন পরিবার-পরিজনের সাথে। আজ যেসব কাঙাল অফিস করছেন, বাধ্য হয়ে, আমি তাদের একজন। মনে মনে ভাবি, ভাইজান পরিবার-পরিজন নিয়ে এখন আমোদ করছেন।
আর আমি বেচারা অফিসে। কিন্তু একটু আগে ভাইজানের কলপাই। যথারীতি আমি জিজ্ঞেস করি-কেমন আছেন?, আপনার পরিবার পরিজান কেমন আছেন?। জবাবে ভাইজান বলেন, দুরমিঞা। আমি এখনও টাঙ্গাইলে..চমচম খাচ্ছি..........বললাম চিন্তার কি।
ব্লগাইতে থাকেন। তিনি বলেন, তারও উপায় নেই। লেপটপ এর চার্জ শেষ। তবে ঘটনা এখানে শেষ নয়। এ জ্যাম দীর্ঘতর হলে ভাইজান সহ যাত্রী সকলেরও চার্জ শেষ হয়ে যাবে, এমনকি...........আটকে পড়া বাসখানার।
এখন সে চিন্তাই করছি..................হায়রে ঈদ। ঈদে দেশে ফেরা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।