আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানির জয়ে ক্লোসার রেকর্ড

অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে প্রথম গোলটি করে এখন দেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৬৪টি গোলের মালিক হলেন এই স্ট্রাইকার।
শুক্রবার রাতে ‘সি’ গ্রুপে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় জার্মানি।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে ৩৪, ৫১ ও ৮৮ মিনিটে যথাক্রমে গোল তিনটি করেন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা, মিডফিল্ডার টনি ক্রুস ও স্ট্রাইকার টমাস মুলার।
১২ বছরের কারিয়ারে জাতীয় দলের হয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ক্লোসা।
এই জয়ে সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে জার্মানি।

আর ১৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে সুইডেন।
গ্রুপের অন্য ম্যাচে সুইডেন ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। অপর ম্যাচে কাজাখস্তান একই ব্যবধানে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।