মাদার তেরেসার মৃতু্্য ও তার পরবর্তী ঘটনা আমাদের জানা।
আসুন একজনের মৃতু্্র খবর শুনি।
রাত্র আনুমানিক ১০। দোকানের পাশে কিছুলোকের জটলা। একজন গরীব ভিখারী লোক মারা গেছে রাস্তার পাশে ঘন্টা খানে আগে।
কি করা যায় তাই নিয়ে কথাবার্তা। একজন মন্তব্য করলো থানায় খবর দেয়ার জন্য।
মার্কেট কর্তৃপক্ষের কোন একজনের মন্তব্য, কে খবর দিবে। মিয়া তুমি দিবা। আমি দিতে পারবো না।
থানা পুলিশের ঝামেলা আমি করতে পারবো না।
লাশটি ওভাবে পড়ে রইল। যে যার চলে গেল তার আপন গন্তব্যে।
শুধু লাশটি পড়ে রইল রাস্তার পাশে। একা।
কাছে বসে চোখের ফেলে কেউ বললো না -(বাবা, দাদু, নানু) তুমি এভাবে কেন চলে গেলে।
- ও সব বাদ। শুধু সহানুভূতি জানাবার কেউ যে রইল না তার!!!
কি তার পাপ?
মানুষ হয়ে জন্মানোই তার সবচেয়ে বড় পাপ।
একটি গরু যদি রাস্তায় মরে পড়ে থাকতো। নিশ্চয়ই চামড়া বা শিংটা নেয়ার জন্য লোকের অভাব হতো না।
কিন্তু সে যে, মানুষ। তার কাছ থেকে নেবার কিছুই নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।