আমাদের কথা খুঁজে নিন

   

নির্দোষ আশরাফুল

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

মূল খবর এই লিংকে প্রথম আলোর খবরটি পড়ে আমার রীতিমত আকাশ থেকে পড়ার যোগাড় !!! এইযে আইসিএল কান্ড নিয়ে বাংলাদেশের ক্রিকেটে গত বেশ কিছুদিন তুলকালাম কান্ড ঘটে গেল, এর পেছনে মূল হোতা যে আমাদের পালের গোদা আশরাফুল, এটা দিবালোকের মত পরিষ্কার সবার কাছেই। অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরত আসার পর পরই যখন শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটারের আইসিএ্ল-এ যোগদান সংক্রান্ত খবরে টালমাটাল ক্রিকেট মহল, তখন সেই ডামাডোল থেকে বাঁচার জন্য আশরাফুল ইংল্যান্ড পাড়ি জমালো, যেন কেউ তাকে বলতে না পারে ঘটনার সময় সে দেশে ছিল, তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে পালিয়ে গেল। বহুদিন ধরেই তার ব্যাটে রান নেই, অবস্থাদৃষ্টে মনেও হচ্ছিলনা সে নিকট ভবিষ্যতে রানের দেখা পাবে, তারউপর আইসিএল থেকে প্রস্তাবটা তার কাছেই প্রথম আসে, প্রস্তাব পাওয়ার সাথে সাথেই সে ব্যাপারটা নিয়ে সর্বপ্রথম দলের ক্রিকেটারদের সাথে আলোচনা করেছিল, পরে সে পুরো ব্যাপারটা বোর্ডকে জানায়, পত্রিকা পড়ে এইসব তথ্য এতদিনে সবাই জেনে গেছেন। খেলোয়াড়দেরকে উস্কে দিয়ে নিজে দৃশ্যপট থেকে পালিয়ে গিয়ে এখন সে সাধু সাজার চেষ্টা করছে, আর বোর্ড কর্তারাও কোন এক অদৃশ্য কারণে তাকে রক্ষা করছেন, যার প্রমাণ আজকের এই খবর। দুর্নীতি যে বাংলাদেশকে কিভাবে গ্রাস করেছে, আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার একটি আদর্শ প্রমাণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।