সমালোচনার কথা উঠলেই আমরা সবাই লাফিয়ে উঠি। আর যাই পারি বা না পারি মানুষের সমালোচনা করার ব্যাপারে আমরা ওস্তাদ । এ ব্যাপারে বিস্তারিত আমরা পরনিন্দা পর্বে বলেছি। কিন্তু আপনাকে বা আমাকে যদি বলা হয় যে আপনি নিজের সমালোচনা করুন- নিজের ভালো মন্দ বলুন , সেক্ষেত্রে কিন্তু আমরা নীরব। কিন্তু এই একটি অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারতাম তাহলে আমাদের জীবন পরিবর্তিত হতে বেশী সময় লাগতো না ।
আত্ম সমালোচনা মানে নিজের দিকে তাকানো । আমি কি বা কি করতে পারি, বা কি করেছি তা চিন্তা করাই আত্মসমালোচনা। অর্থ্যাৎ আত্মসমালোচনার সাথে আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা বা প্রবনতা জড়িত আছে । আমরা সবাই ভালো মানুষ হতে চাই – কিন্তু সেজন্যে আমাদের যে ক্লেশ করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাই। সকল কাজের আগে আমাদের ভাবতে হয় ।
চিন্তা ভাবনা ছাড়া আমরা আসলে কোন কাজ করতে পারি না । আর কাজ করেও আমাদের ভাবা প্রয়োজন । আসলে অভ্যাসটা এমনি হতে পারে , আমরা প্রতিদিন কিছু সময় নিজেদের চিন্তাভাবনার জন্য রাখতে পারি। এসময়টা আমরা শুধুই আমাদের সমালোচনা বা আমাদের কাজের সমালোচনা করব। আজ কি কি কাজ করলাম বা কি ভুল করলাম , কি শুদ্ধ করলাম তা ভাববো।
এ সময়টা হতে পারে রাত্রে ঘুমানোর আগে। আমরা যদি আমাদের এই অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে :
১। আমাদের কাজে ভুলের পরিমাণ কমে যাবে।
২। আমরা অন্যের কাজের সমালোচনা করা থেকে বিরত থাকতে পারবো।
৩। আমাদের মেধার বিকাশ সম্ভব হবে, কারন আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করতে পারবো।
৪। আমরা আমাদেরকে শুদ্ধ করতে পারবো, আর আত্মশুদ্ধিই একজন মানুষকে বিকশিত হতে সাহায্য করে ।
পবিত্র কোরানে আল্লাহ বলেছেন :
-হে মুমিনগণ! আত্মরক্ষাই (আত্মশুদ্ধি) তোমাদের কর্তব্য।
তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। --সূরা মায়িদা : ১০৫
সুতারং আসুন , শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে আমরা রোজাকে সীমাবদ্ধ না রেখে আমাদের নিজেদেরকে শুদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে তাকে কাজে লাগাই । রোজার দিনগুলোতে আমরা প্রতিদিন নিজেদের কাজের হিসাব নেই। আত্মসমালোচনায় প্রবৃত্ত হই । তাহলে আমরা নিজেদেরকে প্রকৃত মানুষ , ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো।
ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।