আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্র ও মানুষ

আমার ব্লগে আপনাকে ............... স্বাগতম

যন্ত্র যদি হয় মানুষ, কেমন মজা হবে, মানুষের যত ক্ষমতা সব যন্ত্রের মাঝেই রবে। হাটবে যন্ত্র, চলবে যন্ত্র, করবে যত কাজ, অবসর পেয়ে মানুষের হবে রং-বেরংয়ের সাজ। যন্ত্র যখন খেলার সাথী, বন্ধু আপন জন; তারই সাথে মিলবে তখন গেমস পাগলের মন। যন্ত্র হবে জানের শত্রু, করবে না ভুল সুযোগ মতো জীবন নিতে থাকবে সে আকূল। যন্ত্র যখন আয়ের উৎস, ভরসা যাদের; জীবন গড়ার লক্ষ হবে যন্ত্রই তাদের।

সারাদিন যে থাকবে সাথে, বন্ধু হবে তার দূর হবে তার বেকার জীবন, ঘুচবে অন্ধকার। যুদ্ধ যন্ত্র ধ্বংসব্রতী, অসীম ক্ষমতা তার; হিরোসিমা, নাগাসাফি বাস্তব প্রমান যার। মানুষ ছাড়া রোবট যখন যুদ্ধ করতে যাবে; ‍‍‍বীর শ্রেষ্ঠ উপাধিটা কাকে দেয়া হবে। মানুষেরই মাঝে হিংসা-বিদ্বষ, মানুষেতে রেষারেষি, ধ্বংস দিয়েই প্রমান করে, কার শক্তি বেশি। মানুষের এই ধ্বংস দেখে যন্ত্ররা সব বলে; মানুষের মতো দ্বিতীয় জাতি নেইকো ধরাতালে।

- এম এ মান্নাফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।