আকাশ আমাকে বলেছে কালকে এস।
কি এক আলু আসছে বাজারে। খেতে সত্যি অসাধরন। মুখে দেওয়া যায় না। আগে আলু ভরতা খাইতাম মজা কইরা।
এখন বাজার অর্থনীতি আমাদের সুন্দর সুন্দর আলু খাওয়াচ্ছে। এই পদ্ধতিতে নাকি বাজারের সব পচা ধচা জিনস বাজার ছাড়া হয়। তবে বঙালি ব্যবসায়ীর জানা আছে টোটকা বুদ্ধি। তারা ভালো আলুর সাথে এই বস্তু মিলায় ছেড়ে দিসে। আর
দামটা? সেটা কিন্তু, মানে কম হয় কি ভাবে? 'নিলে নেন না নিলে না নেন।
'
যে দিনকাল পরসে। দুই দিন পর দোকানদার আঙকেল কে বলতে হবে-'হুজুর। পকেটের টাকা ছিল যত, এনেছি তত
দেন তো খাই না দিলে বাড়ি যাই।
শুধু রাগটা করিয়েন না। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।