স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
রাজশাহী ইউনিভার্সিটির অপরাধী সাব্যস্ত শিক্ষকদের ছাইড়া দিয়া রাষ্ট্রপতি সম্মানীত লোকদের প্রতি পক্ষপাতিত্ব দেখাইলেন। যেইটা অকর্তব্য।
এবং ছাড়া খাওয়া দিয়া শিক্ষকরা রাষ্ট্রের কুনীতি মাইনা নিলেন। এর চেয়ে ভালো আন্দোলন না করা। এখন 'শিক্ষকদের ছাড়লে পরে আমাদেরও ছাড়তে হবে' এই বইলা যদি রাষ্ট্রের চোর বাটপার ধর্ষক খুনীরা আন্দোলন শুরু করে তখন ছাড়া-প্রাপ্ত শিক্ষকরা তাদের পক্ষে মিছিল না করেন মৌন সম্মতি দিবেন তো?
শিক্ষকরা সংসারে ফিরায় আমি খুশি।
(ছবি: আজাহার উদ্দিন, প্রথম আলো)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।