"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
সাইফুর নামের একজন নিয়মিত ব্লগারকে আগে ব্লগে দেখা যেত সবার মনে থাকারই কথা উনার কথা। সেই সাইফুর ভাই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন খুব শীঘ্রই মানে ২০০৯ সনের জানুয়ারীতে।
সেদিন আমি আর তানজু সাইফুর ভাইয়ের সাথে একসাথে কথা বলছিলাম...আমাদের একটা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। সাইফুর ভাই বার বার ফোন আসছে বলে আলোচনা থেকে সরে যাচ্ছিলেন। আমরা তখন বিষয় কি জিজ্ঞেস করলাম।
সাইফুর ভাই বলেন দুলাভাই ফোন করেছে। এভাবে ১মিনিট পর পর দুলাভাইয়ের ফোন!! ( এও বিশ্বাস করতে বলে!!)
কালকে বিকালে তাকে ফোন করলাম খোজ নিতে উনি বললেন, পরে কথা বলি!! এখন ডিসটার্ব কর না। আমি বেশ অবাক হয়েছিলাম কারণ সাইফুর ভাই কখনও ওভাবে কথা বলে নি। পরে ফোন করে বলল, আজকে ওদের বাসায় ইফতারি করলাম। আমি বললাম, কাদের বাসায়? সাইফুর ভাই নিজেকে সামলে নিয়ে বললেন, আরে আমার ভাইগ্নাদের বাসায়!! (চেপে গেলেন আর কি!!)
আজকে আবার ফোন করলাম কয়েকবার বিজি।
পরে এসএমএস পাঠালাম আর তানজু ফোনকরেও পায় নি তাকে। এরপর আজকে রাতে আবার ২জন মিলে ধরলাম। বলে না, আমরা বললাম দাওয়াত দিবা না বললেই হয় এত প্যাচানোর কি আছে!!
সাইফুর ভাই বলল, আরে নাহ দিবো..দিবো জানুয়ারী তে ভাইয়া আসুক তখন আমরা ২ভাই একসাথে বিয়ে করছি। জানোই তো ভাইয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে আর আমি তো নিজেই দেখে বসে আছি আরো বললেন দোয়া করো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।