জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
অনেকেই হয়তো জানেন আমার মা অসুস্থ। গত দু বছর যাবৎ তাকে বার ছয়েক বারডেম হাসপাতালে ভর্তি হতে হয়েছে। প্রতিবার পুরো বা পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে তাকে রিলিজ করে দেয়া হয়েছে। বাংলাদেশে হাসপাতালের চেয়ে রোগী বেশি, তাই কী আর করা।
মায়ের ডায়াবেটিক আছে, কিডনিতে সামান্য সমস্যা।
গতবছরের প্রথম দিকে স্টোক করেছিলেন। স্টোক করার সময়ে পড়ে গিয়ে বা পায়ের জয়েন্ট ভেঙ্গে গেছে। সেই জয়েন্ট অপারেশন ছাড়া জোড়া লাগানো যাবে না। কিন্তু আমার মায়ের দীর্ঘস্থায়ী ডায়াবেটিক ও বয়সজনিত কারণে রক্তস্বল্পতা বা এনিমিয়া আছে। তাকে কিছুদিন পর পর রক্ত দিতে হয়।
এই অবস্থায় বা পায়ের ভাঙ্গা জায়গাটায় অপারেশন করানো যায়নি। কোন ডাক্তার এই রিস্কি অপারেশন করাতে রাজি হন নি।
গত দু বছর যাবৎ তিনি শয্যাশায়ী। এয়ার বেড দিয়ে অটবি থেকে হাসপাতালের বেড কিনে তাকে শুয়ে রাখা হয়েছে। তারপরও তার পিঠে মাঝে মাঝে সামান্য ক্ষত তৈরি হয়।
বড় সাবধানে তাকে পরিচর্যা করতে হয়।
গত দু বছরে একটি করুণ অভিজ্ঞতা হয়েছে আমার। আমার মা মাঝে মাঝে এমন সিরিয়াস অবস্থায় পৌঁছান যে তখন একজন ডাক্তারের পরামর্শ ছাড়া কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না। আমার বাসার পাশে কত নামী দামী ক্লিনিক, কত ডাক্তারের চেম্বার। সেই অসহায় অবস্থায় তাদের কাছে কতবার ছুটে গেছি একবার আমার বাসায় এসে আমার মাকে দেখে যাবার অনুরোধ জানিয়ে।
তারা সরাসরি জানিয়ে দিয়েছেন, তারা তাদের চেম্বারের বাইরে রোগী দেখতে যান না। রোগী দেখাতে হলে রোগীকে চেম্বারে আনতে হবে। আমার শয্যাশায়ী মাকে কিভাবে তার চেম্বারে আনব ? এ প্রশ্নের কোন উত্তর ডাক্তার সাহেবরা দেননি। বরং তারা আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
একবার তো এক ডাক্তারকে জিজ্ঞেস করেই ফেললাম, আমার মায়ের মতো আপনি যদি বিছানায় পড়ে যান, তখন যদি কোন ডাক্তার আপনাকে দেখতে না যায় তখন বুঝতে পারবেন আপনি আসলে আমার সাথে কী রকম আচরণ করছেন।
ডাক্তার সাহেব আমার কথা না শোনার ভান করলেন।
তবে অনেক চেষ্টা করে এক মহিলা ডাক্তারকে রাজি করাতে পেরেছি। তাকে কল দিলে বাসায় এসে আমার মাকে দেখে যান। আমি কৃতজ্ঞ তার প্রতি। আজ থেকে ১০ বছর আগেও ডাক্তাররা সিরিয়াস রোগীদের জন্য কলে যেতেন।
এখন আর যান না। কেন যান না ?
সব ডাক্তারদের প্রতি অনুরোধ, আপনারা টাকা উপার্জন তো করবেনই তবে সেটা যেন সেবা দেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না হয়ে যায়। আপনাদের পেশার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা, টাকা কামানো নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।