যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। কয়দিন পর পর মে মাস আসে। ৬ মাস পর আরেকটি আসবে। সব পেশার লোকজন (বিশেষ কোরে গণমাধ্যম ও মানবাধিকারের অবতারগুলু) কয়দিন চিত্কার কোরবে শ্রমিকদের সর্বোচ্চ ৮ঘটিকা ডিউটির দাবি নিয়ে। কেবল বিভিন্ন জায়গায় চাকরিতে নিয়োজিত ডাঃদের দৈনিক বারো চৌদ্দ ষোল ঘণ্টা (কখনো আরো বেশি) ডিউটি নিয়ে কেউ টুঁ শব্দটি কোরবে না (এমনকি ডাঃরাও)। হয়তো ঐ অবতাররা জানে না ডাঃদের অমন ম্যারাথন ডিউটির কথা (!?)(যদিও কবে কখন কোন্ ডাঃ কোন্ সেমিনারে গেল, অনুমতি নিয়ে গেল কিনা, তারও খবর তারা রাখে) কিম্বা তাদের দৃষ্টিতে হয়তো ডাঃরা শ্রমিক না। যাই হোক, বোঝাই যায় ঐ অবতারদের আন্দোলন আর স্লোগান, বিবেক ও ন্যায়বোধ থেকে উত্সারিত নয়, উত্সারিত আপন স্বার্থবোধ থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।