তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !
সার্জন ডাক্তাররা হেল্পান
খুব ভয়ে আছি ।
আমার বউয়ের ল্যাপরোস্কপিক সার্জারি হইসে এক সপ্তাহ হইলো । আজ সেলাই কাটার কথা ছিল। কিন্তু গত ২দিন থেকে সেলাইর জায়গা থেকে হালকা হলুদ-লাল পানি বাইর হইতাসে; গন্ধ নাই । হালকা ব্যাথা আসে ।
ডাক্তার শুরু থেকেই দিসিলো, ঐগুলা এখনো চলতাসে। ডাক্তারের কাছে গত ২ দিনই গেসি, শুধু ড্রেসিং কইরা দিসে- বলতেসে এইগুলা ফ্যাট- কিছু হবে না। আজ দুপুরে খাবার পর ডায়াবেটিস টেস্ট করলো- ১৪.৭। অপারেশনের আগে নর্মাল ছিল ৬.৫। ভয়ে আছি - খুব ভয়ে আছি ।
একটু পর আবার ডাক্তারের কাছে যাব। তারপরেও একটু অভিজ্ঞ মতামত চাচ্ছি ।
কেউ হেল্প করবেন প্লীজ ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।