আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ১১ জানুয়ারির জরুরি সরকার

জন্ম

বর্তমান জরুরি সরকার ( কেউ কেউ তত্ত্বাবদায়ক সরকার বলেন ) যে কথা বলে ক্ষমতায় এসেছে তার সবই কি মিছাকথা ? নাইলে তারা যাদের জনদুষমন বলে দুর্নীতির কিংবা নানান কিছিমের অপরাধের কথা বলে জেলে পুরল তাদেরই (মানে সেই সব অপরাধিদেরই !!!) এক এক করে সবাইরে ছাইড়া দিতাছে কেন ? কেউ কেউ বলেন কাম যা করার তা তো শেষ । কি সেই কাম যা শেষ ? বাঙলাদেশ রাষ্ট্রটা দখলে নেয়া । কাদের দখলে নেয়া ? পরাশক্তির । পরাশক্তি কারা ? মার্কিন যুক্তরাষ্ট্র-ইউরোপিয়ান ইউনিয়ন-ভারত-ইসরাইল গং । কিভাবে পরাশক্তি এই দেশ দখলে নিল ? এদেশ ইংরাজদের দখলে যাউয়ার পর থেকে এবং র্দীঘদিন নানান প্রতিষ্ঠানে পরাশক্তি যে টাকা-পয়সা ঢালছে সেই পয়সার উপর বইসা এখানে যে শ্রেণী তৈয়ার হইছে তারাই তুইলা দিল ।

এদেশীয় যারা বিদেশীদের হাতে দেশ তুলে দিল তাদের কি দেশ-দশপ্রেম বলে কিছুই নেই ? আছে । তাদের দেশত উপরে উল্লেখিত পরাশক্তির দেশ । বাঙলাদেশ না । আরেকটু খোলে বলবেন কি ? এই শ্রেণী সেই শ্রেণী যা সেই সিরাজ-উদ-দুউলার সময় থেকে যে উপনিবেশিক মনন তৈয়ার হচ্ছিল (মানে ইংরাজরা তাদের মত রুচির-চিন্তার-জগতের ভালমন্দ বুঝার মান কাঠি আমাদের মাথায় ঢুকানোর জন্য যে আধুনিক শিক্ষার কথা প্রচার করছে ) তারে কবুল করে শিক্ষিত হইছে । আর এই শিক্ষার জোরেই তারা দাবি করছে ইঙরাজদের যে তোমাদের দরকার নাই ।

আমরাই আমাদের শাসন করবার পারব । কারণ আমরাতো তোমাদের মতই মননে-মগজে । সুতরাং তোমাদের ভয় নাই তোমরা শারিরীক ভাবে চলে গেলেও তোমাদের মানুষিকতা তো আমাদের রক্তে- মগজে ইতিমধ্যেই মিশে গেছে । ফলে আমরা আমাদের অশিক্ষিত জনগনরে তোমাদের শিখানো রুচি-সভ্যতার কথাই শিখাব এবং এর ভিত্তিতেই শাসন করব । জয় তোমাদের ‌‍‌‌আধুনিকতার' ।

আর আধুনিকতা,আধুনিক শিক্ষা, আধুনিক সভ্যতা আর এর নামে আমাদের মনন-মগজ-দেশদখল মানে উপনিবেশিক শাসন-শোষণ যা করছ আমরা তা এখনও চালাই যাচ্ছি । আর প্রতিজ্ঞা করছি এই কালে তোমরা (মানে পরাশক্তি) সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছ তোমাদের আধুনিক সভ্যতারে বাচাইবার জন্য আমরা (মানেএই শ্রেণী সেই শ্রেণী যারা সেই সিরাজ-উদ-দুউলার সময় থেকে যে উপনিবেশিক মনন তৈয়ার হচ্ছিল এবং এখনও হচ্ছে ) ও তোমাদের দলে আছি। কিন্তু আমাদের মূর্খ জনগণ মনে হয় তোমাদের দলে নাই এবঙ এদের নেতারাও মনে হয় মূর্খ জনগনের ভোট হারানোর ভয়ে প্রকাশ্যে তোমাদের সাথে পুরোপুরি থাকবার পারবনা । আর এর জন্য যে ভান অর্থেও একটা নৈতিক ইমেজ থাকা লাগে তাও বোধ হয় এই নেতাদের নাই । আর সেই সুযোগেই এখানে ডান-বাম যে কোন জিহাদি গ্রুপ জাইগা উঠবার পারে ।

সুতরাং সাবধান হউ । দেশটা তোমাদের দখলে নিয়া নাউ জিহাদিদের হাতে যাওয়ার আগেই । কানণ তারা তো তোমাদের এবং আমাদের আধুনিক সভ্যতা কিংবা রুচির মানদন্ডে অসভ্য-বর্বর-জঙ্গী ইত্যাতি ইত্যাদি । সুতরাং নাউ নাউ তারাতারি দেশটা দখলে নাউ । আছি আমরা আধুনিকরা সব শক্তি নিয়া আছি ।

আওয়ামী কিংবা বিএনপির মত পুরানা আধুনিকদের দিয়া আর চলবনা । আর এরা তো আর পুরোপুরি আধুনিক না । এদের মধ্যে আবার নানান অনাধুনিক গ্রুপ ঢুইকা আছে । এইবার বুঝাইতে পারলাম কি ? অসুবিধা কি কেউ না কেউ তো পারবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।