আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের চিঠি; আঠারো



১৮ ২ জুলাই ১০ অনেকদিন কাগজ কলম হাতে বসা হয়নি। আসলে আমি তো এই ঘরেই ছিলাম না। ওরা আমাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়েছিল। কিছুতেই আসতে দিচ্ছিল না । এত ঝগড়া করলাম, কান্না কাটি করলাম অথচ কিছুতেই ছাড়ল না।

হাত পা বেঁধে আমাকে বিছানায় ফেলে রেখে ছিল জানো। নীল, তুমি কি এর মাঝে এসেছিলে? এসে ফিরে গেছো আমাকে না পেয়ে? কি করব আমি বলো, এই দেখো আমার হাত ওরা যে বেঁধে রেখেছিল সে জায়গাগুলো কেমন কালো হয়ে গেছে। এখানে আবার একটা মহিলা বসে আছে । আমার একদম পছন্দ হচ্ছেনা ব্যাপারটা। আমাদের ঘরে অন্য একটা মহিলা কেন বসে থাকবে।

ও আবার আমার উপর খবরদারী করছে একটু পর পর। এটা খাও, ওটা খাও শুয়ে থাকো, আমার ঘরে আমি যেমন খুশি তেমন ভাবে থাকব। যা খুশি তাই করব; তুমি কে আমার উপর সর্দারি করার। কতবার বলেছি তুমি চলে যাওতো। আমার ঘরে আমি তোমাকে দেখতে চাই না কিন্তু এমন বেহায়া মহিলাটা, উল্টা আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে।

ভাব করছে যেন আমার কথা শুনতে পায় নাই। মাঝে মাঝে মনে হচ্ছে চড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।