বিনয় সকল সদগুনের উৎস। যে ট্রেনিং নেয়ার জন্য রোজার মাসকে সৃষ্টিকর্তা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই ট্রেনিংয়েরই একটি বিষয় হচ্ছে বিনয়। বিনয়কে আমরা সবাই চিনি, শ্রদ্ধা করি ,কিন্তু নিজেদের জীবনে তার প্রকাশ দেখতে তেমন আগ্রহী হই না। বিনয়ী হবার জন্য নিয়মিত চর্চার প্রয়োজন রয়েছে। আর সেই চর্চার জন্য একটি গুরুত্বপূর্ন মাস হচ্ছে এই রমজান।
আমরা কিন্তু সবাই বিনয়ী লোককে পছন্দ করি। আসলে বিনয়ী মানে কি তা কি আমরা কখনো ভেবে দেখেছি? বিনয় হচ্ছে সেই আচরন যা একজন মানুষকে মানুষ হিসাবে প্রকাশ করে। বিনয়ী হলো সেই ব্যক্তি যার কথায় কর্মে কাজে আমরা আনন্দিত হই। প্রশান্তি পাই। মূল কথা হচ্ছে-যার উপস্থিতি আমাদের আনন্দিত করে তিনিই বিনয়ী।
বিনয় কি শুধু আমাদের বাহ্যিক আচরনে প্রকাশ পেলেই হবে? না , বিনয় আমাদের সার্বিক সত্তায় প্রকাশিত হলে তবেই তাকে সত্যিকারের বিনয়ী বলা যাবে।
তাহলে বিনয় কোথায় কোথায় প্রকাশ পেতে হবে?
কথায়
কাজে
চিন্তায়
চেতনায়
চলাফেরায়
কিভাবে?
১। কথায় আমরা নম্রভদ্র হতে পারি। সুন্দর করে কথা বলতে পারি । সুন্দর করে কথা বলতে পারা একটা বিরাট গুন।
একটা চর্চার ব্যাপারও বটে।
২। কাজে আমরা তারাহুড়া করবো না। যা দায়িত্ব তা সুন্দরভাবে পালন করব । সময়কে সুন্দরভাবে কাজে লাগাবো এটাই কাজে বিনয়।
৩। চিন্তায় আমরা বিনয়ী হতে পারি । সবসময় শুদ্ধ চিন্তার চেষ্টা করবো। আজেবাজে চিন্তা ও সব নেতিবাচক চিন্তা থেকে নিজেদের বিরত রাখবো । এটা চিন্তার বিনয়।
৪। চেতনায় আমরা বিনয়ী হতে পারি সুন্দর চেতনাকে ধারন করার মাধ্যমে। সুন্দর চেতনা ধারন ও বিকাশ আমাদেরকে বিনয়ী হতে সাহায্য করতে পারে।
৫। চলাফেরায় আমরা ধীর স্থির হতে পারি।
সবসময় হুলুস্থুল করে চলাফেরা আমাদের অস্থিরতার প্রকাশ। চলাফেরায়বিনয়ী হওয়ার প্রচেষ্টা আমাদের সাহায্য করবে ভাল মানুষ হতে।
এভাবে বিনয়ী হবার প্রচেষ্টা যদি আমাদের মধ্যে থাকে তবে নি:সন্দেহে আমরা অনন্য মানুষ বা সৃষ্টির সেরা হবার পথে অগ্রসর হতে পারবো।
আল্লাহতাআলা পবিত্র কোরানে বলেছেন:
--রাহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলে , অজ্ঞরা সম্বোধন করলে শান্তিসূচক কথা বলে। -সূরা ফুরকান:৬৩
এখানে অজ্ঞদের সম্বোধন বলতে আসলে বোঝানো হচ্ছে সেই সব কথা উক্তি বা আচরনকে যা আমাদেরকে আঘাত করতে পারে বা উত্তেজিত করে।
আর সেক্ষেত্রে বিনয়ী হবার জন্য মানে শান্তিসূচক কথা বলার জন্য আমাদেরকে উদাহরন দেয়া হয়েছে।
সুতারং বিনয়ী হবার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকুক। আর আমরা সৃষ্টির সেরা হয়ে স্রষ্টার খলিফা বা প্রতিনিধির দায়িত্ব পালন করতে সচেষ্ট হই এই কামনা সবার জন্য রইল।
ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।