যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
থপথপ। হাসফাঁস। ধপধপ। ঘিতঘিত। ফাঁপরের মত হাঁপাচ্ছে।
তবুও দৌড়ুচ্ছে যুবকটি। আর মাত্র একটুখানি পথ। তার পরই কাঁটাতারের বেড়া। ওটা পেরুলেই মুক্তি। শেষ মুহূর্তে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুটল।
ধপাস করে মাটিতে আছড়ে পড়ে হামা দিয়ে কাঁটাতার পেরুল। ছড়ে গেল সারা শরীর। এপারে মুক্তি! আহ ! প্রাণভরে শ্বাস নিল। চোখ বন্ধ। চোখ খোলা।
ফ্যাকাসে আকাশে কিছুই নেই। বুকভরে দম নিয়ে ছাড়তে গেল। আটকে আসল। মুহূর্তে সব নেগেটিভ। আবার পজেটিভ।
আবার নেগেটিভ। ব্লাকআউট।
ছেলেটি দৌড়ুচ্ছে। পেছনে কুকুর এবং মানুষ। কিশোরটি দৌড়ুচ্ছে।
পেছনে মানুষ এবং মানুষ। যুবকটি দৌড়ুচ্ছে। পেছনে কেবলই মানুষ। থপথপ। হাসফাঁস।
ফোঁসফোঁস। ঘিতঘিত করে দৌড়ুচ্ছে। তাড়া করেছে ৩ জেনারেল। ৭ আমলা। ১৪বাহিনী।
২৭ কামেল। ৩৬ শয়তান। ৫৩ বরকন্দাজ। এবং ২৫ বছর বয়সী সময়। শরণখোলা-ভোটমারী,কাহালু,আন্দাবাড়িয়া,পুটিয়া,বেনাপোল,কোলকাতা,জয়পুর,কান্দাহার,ইস্তাম্বুল,গালাটা,ডোভার, রিকজাভিক,গ্রীণল্যান্ড......
থপথপ।
হাসঁফাঁস। আর মাত্র একটুখানি। তার পরই কাঁটাতারের বেড়া। পেরুলেই মুক্তি। ওপারে মুক্তি।
থাম। থামো। থামেন। পেছনে হুমকি। শক্তিরা তাড়া করেছে।
খুব ভোরে ভোরে একদিন এই নগরীতে এসেছিল ও। বৈরী নগরী। অবৈরী হলো না কোন দিন। সকাল-দুপুর-রাত-গভীররাত, চাকরি। চাকরি হয় না।
যে কাজে টাকা আসে সে কাজ হয় না। একদিন কি যেন একটা খুব ভাল হলো। যুবকটি ডেরায় ফিরে ১৮ বছর পর হাসল। ভেংচিকাটার মত মনে হলো। একটানা না-হাসায় হাসতে ভুলে গেছে।
অনেক দিন পরে পেটপুরে খেল ও। গলা পর্যন্ত খাওয়ার পর আকাশ দেখার জন্য আঁধারেই বেরিয়ে পড়ল। আর তখনই তাড়া করল ৩ জেনারেল,৭আমলা.............
থপথপ..হাসঁফাঁস..ফোসফোস..ধুপধাপ...পেছনে কুকুর,শেয়াল,হায়না,সাপ,জোঁক..এবং বুনো শুয়োর..আর মাত্র একটুখানি। তার পরই কাঁটাতারের বেড়া। পেরুলেই মুক্তি।
ওপারে মুক্তি..আছড়ে পড়ে হামা দিয়ে কাঁটাতার পেরুল। ছড়ে গেল সারা শরীর। এপারে মুক্তি! আহ! দমটা আটকে আসল..দাঁতমুখ খিঁচেও বের করতে পারছে না। মুহূর্তে সব নেগেটিভ। আবার পজেটিভ।
আবার নেগেঠিভ। ব্লাকআউট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।