মানবজাতিকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহতায়ালা নিজেই স্বীকৃতি দিয়েছন। সেই সাথে তিনি মানুষকে খলিফার মর্যাদ দান করেছেন। সেই মর্যাদাকে সমুন্নত রাখা এবং তদানুযায়ী কাজ করার জন্য সর্বাগ্রে যে গুনটির প্রয়োজন তা হচ্ছে ধৈর্য। আপনি শুধু চিন্তা করেন যে ধৈর্যহারা হবার কারনে জীবনে আপনি কত সুযোগ হাতছাড়া করেছেন। শুধুমাত্র ধৈর্য হারনোর কারনে কত বিশৃংখল পরিস্থিতির স্বীকার হয়েছেন।
আর সেই অনন্য গুন ধৈর্যের অনুশীলন করার অন্যতম সেরা সময় হচ্ছে এই রমজান মাস। শুদ্ধভাবে রোজা রাখার জন্য আপনাকে ধৈর্যশীল হতেই হবে। আপনি আমি সাধারনভাবে খাবারদাবার দিনের বেলা বর্জন করছি, অতি সুস্বাদু খাবারও আমাদেরকে আকৃষ্ট করেনা। আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করি ইফতারের সময়ের জন্য । এটা সাধারন ধৈর্য যা আমাদেরকে পালন করতেই হয়।
কিন্তু নিজেদেরকে গড়ে তুলতে হলে এই মাসেই আমাদেরকে আসলে আরো অনেক ক্ষেত্রে ধৈর্য ধারন করার চর্চা করা উচিত।
আর ধৈর্য বলতে আমরা প্রচলিত অর্থে যা বুঝি , যেমন: হাত পা গুটিয়ে অপেক্ষা করা, তা কি ধৈর্য ? না , আসলে ধৈর্য হচ্ছে নীরবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। ধৈর্য হচ্ছে কর্মের সাথে অপেক্ষা। তাহলে এই ধৈর্য চর্চা আমরা এই রমজান মাসে কি কি ভাবে করতে পারি? আপনি অনেক পথ পাবেন। তার কয়েকটি এমন হতে পারে:
১।
বেশী বেশী ভাজা পোড়া খাবার দাবার থেকে নিজেদেরকে বিরত রাখতে আমরা ধৈর্য ব্যবহার করতে পারি।
২। সস্তা বিনোদন যেমন, নাটক সিনেমা গান ইত্যাদী থেকে নিজেদেরকে বিরত রাখতে আমরা ধৈর্য ব্যবহার করতে পারি।
৩। যে কাজগুলো আমাদের জন্য সবসময় কঠিন মনে হয়েছে, যা করতে আমাদের ধৈর্য কুলাবে না বলে মনে করতাম- তা করার জন্য চেষ্টা করতে পারি।
৪। রাগ ক্ষোভ ঘৃনা হিংসা ইত্যাদী থেকে নিজেদেরকে বিরত রাখতে আমরা ধৈর্যের সাহায্য নিতে পারি।
এমনি ভাবে আমরা ধৈর্যএর ট্রেনিং হিসাবে এই মাসটাকে গ্রহন করতে পারি অনায়াসে। নিজেদের দিকে যদি তাকাই , আত্মসমালোচনা নিয়মিত করি তাহলেই এই মাসের উপবাস কাজে লাগবে বলে মনে হয়। চলুন একটু অতীতের দিকে তাকাই।
অতীতে কোন কোন কাজে আমরা ধৈর্যহারা হয়েছিলাম তার একটা লিস্ট তৈরী করে ফেলি এবং সেই কাজগুলো আবার শুরু করি। এই মাসটা হতে পারে চমৎকার শুরু। মনে রাখবেন:
আল্লাহতাআলা পবিত্র কোরানে বলেছ্নে:
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
তিনি আরো বলেছেন:
আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।
সুতারংআসুন এই রমজান মাসকে আমাদের জীবনের সেরা রমজান হিসাবে পালন করি এবং নিজেদের স্রষ্টার প্রতিনিধি হিসাবে তৈরী করায় সচেষ্ট থাকি।
ধন্যবাদ । আগামীকাল আবার দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।