রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
বড় হয়েছি সত্যজিত রায়ের ছবি দেখে আর ফেলুদা পড়ে। তাঁর সব ছবিই দেখা ছিল, একটি বাদে। আর সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ঢাকায় এর ডিভিডি পাওয়া যায়, কিনেছিলামও। তবে এতোটাই জঘন্য প্রিন্ট যে দেখাটা কষ্টকর এবং সংলাপও শোনা যায় না।
ফলে এটাই দেখা হচ্ছিল না।
গত বুধবার গিয়েছিলাম আইডিবিতে। আমি রায়ানস থেকে মুভি কিনতে পছন্দ করি। ঘুরে ঘুরে পছন্দ করে কেনা যায়। যেয়ে দেখি সেল চলছে।
১শ টাকার ছবি ৬০ টাকা। ক্লিয়ায়েন্স সেল। বাংলা সেকসনে যেয়ে দেখি প্রতিদ্বন্দ্বী। প্রিন্ট চেক করার সুযোগ আছে। দেখে মুগ্ধ।
একেবারেই ঝকঝকা প্রিন্ট, সংলাপ পরিস্কার। আরও কিনলাম অরন্যের দিনরাত্রি, সীমাবদ্ধ। সবগুলোই ঝকঝকা প্রিন্ট। সীমাবদ্ধ আমার কাছে ছিল না। অরন্যের দিনরাত্রি থাকলেও প্রিন্টটা দেখে লোভ সামলাতে পারলাম না।
আবার যেতে হবে। ভাবছি এইরকম প্রিন্ট থাকলে আরও কিনবো। মাত্র ৬০ টাকা।
সত্যজিত রায় ছবি করেছেন ৩৭টি। প্রতিদ্বন্দ্বী দেখা শেষ হলেও সবগুলো দেখা হবে।
তার সবগুলো ছবি দেখাই এক দারুণ অভিজ্ঞতা। তারপরেও কি বিশেষ পছন্দের থাকতে নেই।
আমার প্রিয় ১০ সত্যজিত।
১। পথের পাঁচালী: এই ছবি নিয়ে নতুন কিছু কি আর বলার আছে? অপু-দুর্গা, কাশবনে দৌড়ানো, দুর্গার মরে যাওয়া।
বাবাকে সেই কথা বলার সেই যে অসাধারণ দৃশ্য।
২। কাঞ্চনজঙ্ঘা- এই ছবি যে আমি কতবার দেখেছি তা কোনো হিসেব নেই। সংলাপ নির্ভর এক ছবি। কালার যে কিভাবে একটা ছবিতে ব্যবহার করা যায় তা দেখতে হলে আছে কাঞ্চনজঙ্ঘা।
অসাধারণ। জায়গা যে মানুষের মনকে কতখানি প্রভাবিত করে সেটিও দেখিয়েছেন পরিচালক। ৎ
৩। অরণ্যের দিনরাত্রি: উপন্যাসটা যেমন প্রিয়, তেমন ছবিটা। তারুণ্য আর সম্পর্ক নিয়ে এই ছবি।
সোমিত্র ও শর্মিলা ঠাকুর তো অসাধারণ। বার বার দেখা যায় এই ছবি
৪। অপুর সংসার- সৌমিত্রের প্রথম ছবি। রাতে রাস্তায় হাটতে হাটতে বন্ধুকে বলা স্বপ্নের কথাগুলো বলার সেই দৃশ্য আমি ভুলবো না।
৫।
সতরঞ্জ কি খিলারী-সত্যজিতের একমাত্র হিন্দী ছবি। সিপাহী বিদ্রোহের সময় নিয়ে ছবি। শেষটা তো অসাধারণ।
৬। কাপুরুষ-মহাপুরুষ: এটা আসলে দুটি ছবি, একসাথে।
আমার পছন্দ কাপুরুষ। পুরানো প্রেমিকার সঙ্গে দেখা হয় সৌমিত্র। তারপরেও কাপুরুষ থেকে যায়। মাধবী যে এসেছিল তার কাছে এটা কি সে বোঝেনি?
৭। তিন কন্যা: তিনটি আলাদা গল্প।
এর সমাপ্তি আমার পছন্দ। অপর্ণা আর সৌমিত্র। গল্প সবারই জানা। তবুও আছে দেখার আনন্দ।
৮।
চারুলতা-নষ্টনীড় থেকে ছবি। সৌমিত্র আর মাধবী। এটি নিয়ে নতুন করে কী আর বলঅর আছে।
৯। নায়ক- এই ছবির মতো ভাল উত্তমকে আর কখনোই আমার লাগেনি।
সংলাপ নির্ভর ছবি।
১০। পিকুর ডায়েরি-টিভির জন্য তৈরি। শর্ট ফিল্ম। পরকীয়া নিয়ে তার তৈরি একমাত্র ছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।