আমার ব্যক্তিগত ব্লগ
একটা বাড়ির সৌন্দর্য অনেক ছোট ছোট বিষয়ের উপর নির্ভর করে। ফার্নিচার, সাজানোর স্টাইল, পরিস্কার-পরিচ্ছন্নতা, কতটা গোছানো ইত্যাদি ইত্যাদি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হলো মেঝে।
ঘরের মেঝে যদি কাঁচের মতোন ঝকঝকে হয়, তাহলে তা গৃহের সৌন্দর্য বহূলাংসে বাড়িয়ে দেয়।
সিমেন্টের সাধারন মেঝে যতই পরিস্কার করা হোক না কেন ঠিক ঝকঝকে হয় না। তবে পরিস্কার মানেই সুন্দর।
আজকার মেঝেতে টাইলস বসানো হয়, যেগুলো কাঁচের মতোন চকচকে, জিনিসপত্রের প্রতিবিম্ব পড়ে। এটা সাধারন ভাবে মুছলেই পরিস্কার ঝকঝক করে। তেমনি একটু ময়লা ফেললেই দাগ পড়ে যায়।
বেশ সুন্দর লাগে দেখতে। ঘরের অর্ধেক সৌন্দর্য এই মেঝেই এনে দেয়। ঘরও ঠান্ডা থাকে। যারা হিন্দি সিড়িয়াল দেখেন তারা অনেক সময়ই এই ঝকঝকে মেঝে দেখতে পান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।