আমাদের কথা খুঁজে নিন

   

আলেকজান্ডার ডেনড্রাইটের ট্রিপল সেন্চুরী!!! - কিন্তু এখানে থামলেই চলবে না, মিশন ব্রায়ান লারারে ধর হলো শুরু

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
অবশেষে এসেছে.....সেই ঐতিহাসিক ক্ষণ......সেই ঐতিহাসিক মুহূর্ত। কিছুক্ষণ পূর্বেই ব্লগার আলেকজান্ডার ডেনড্রাইট সাহেব তার "জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?" শীর্ষক পোস্টে ৩০০ তম মাইনাসটি লাভ করে নটআউট আছেন এবং এরই মাধ্যমে আলেকজান্ডার ডেনড্রাইট প্রথম বাংলাদেশী হিসেবে স্থান করে নিলেন জগদ্বিখ্যাত "থ্রি হান্ড্রেড'স ক্লাবে। নিচে ক্লাব মেম্বারদের তালিকা দেয়া হলো: BC Lara - 400* ML Hayden - 380 BC Lara - 375 DPMD Jayawardene - 374 GS Sobers - 365* L Hutton - 364 Alexander Dendrite - 357* ST Jayasuriya - 340 Hanif Mohammad - 337 WR Hammond - 336* MA Taylor - 334* DG Bradman - 334 GA Gooch - 333 Inzamam-ul-Haq - 329 A Sandham - 325 V Sehwag - 319 CH Gayle - 317 RB Simpson - 311 JH Edrich - 310* V Sehwag - 309 RM Cowper - 307 DG Bradman - 304 LG Rowe - 302 যারা এখনো এই ঐতিহাসিক পোস্টের মুখ দেখেননি তারা দেখে নিতে পারেন এই লিন্কে ক্লিক করুন: View this link অন্যদিকে আমার আলেকজান্ডার ডেনড্রাইটের ট্রিপল সেন্চুরীর ব্যাপারে ব্রায়ান লারা এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমাদের বিশেষ প্রতিবেদক নাপিষ ঈপতেক্ষারকে টেলিফোনে জানান: নাপিষ ঈপতেক্ষার: ব্রায়ান লারা, আলেকজান্ডার ডেনড্রাইটের ট্রিপল সেন্চুরী পূরণ উপলক্ষে কিছু বলুন। ব্রায়ান লারা: আলেকজান্ডার ডেনড্রাইটের ট্রিপল সেন্চুরী পূরণ উপলক্ষে আমি একই সাথে শিহরিত ও আতঙ্কিত। শিহরিত আলেকজান্ডার ডেনড্রাইটের রান করার গতি দেখে, অতি অল্প সময়েই সে এই সাফল্য অর্জন করেছে।

আর আতঙ্কিত আমার ৪০০ রানের রেকর্ড নিয়ে। বড়ই চিন্তায় আছি ওটা নিয়ে। গত ৩ রাত ধরে ঘুম হচ্ছেনা। সামহয়ার কর্তৃপক্ষ বা স্বয়ং আলেকজান্ডার ডেনড্রাইট নিজেই অচিরেই পোস্টটি মুছে না দিলে আমার রেকর্ড অবসম্ভাবীরূপে ভেঙে যাবে। এদিকে এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে ৩০০ তম মাইনাস প্রদানকারী ব্লগার "একরামুল হক শামীম"কে সামহয়ারের ব্লগাররা "ব্লগীয় সংবর্ধনা" দেয়ার ব্যবস্থা করেছে।

এছাড়াও আজিজে এ উপলক্ষে এক মোহনীয় "গান্জা নাইটের" আয়োজন করা হয়েছে। "বাংলাদেশ ব্লগীয় ধর্ম ব্যবসায়ী সমিতি" আলেকজান্ডার ডেনড্রাইটকে আজীবন সম্মাননা দানের সিদ্ধান্ত গ্রহন করেছে। তবে জাতির এই স্মরণীয় মুহূর্তে রাস্ট্রপতির পক্ষ থেকে কোন বিবৃতি না আসায় দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সহিংসতার আশঙ্কায় সরকার দেশের সকল কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুলসমূহ পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত অনির্দিস্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এদিকে যাকে নিয়ে এতো আলোচনা সেই আলেকজান্ডার ডেনড্রাইট সাহেব এক Exclusive সাক্ষাৎকারে তার অনুভূতি ব্যক্ত করেন: "আমি মুগ্ধ, আমি ধন্য।

আমার চোখ আজ অশ্রুসজল । পোস্টের প্লাসগুলো আমার গলায় কাঁটার মতো বিঁধেছে। তাও আমি হাল ছাড়িনি। আশায় আশায় দিন গুনেছি। ধন্যবাদ সামহয়ার কর্তৃপক্ষকে এমনতর বস্তাপঁচা পোস্ট না মুছে দেয়ায়, ধন্যবাদ আমার পোস্টে মাইনাস প্রদানকারী প্রতিটি ব্লগারকে - যারা আমার বস্তাপঁচা পোস্টের মর্মার্থ না বুঝলে আমি কখনোই এই সাফল্যের মুখ দেখতে পেতাম না।

আশা করছি "মিশন ব্রায়ান লারারে ধর" এও আপনারা আমার সঙ্গী হবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ব্লগারগণ আলেকজান্ডার ডেনড্রাইটের ট্রিপল সেন্চুরী পূরণ হয়েছে, তাই বলে এখানেই আমরা ইতি টানতে পারিনা......সামনে আমাদের হাতছানি দিয়ে ডাকছে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড। আমরা কি সেই হাতছানিতে সারা দেবো না?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.