আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিদীপ্ত কিছু তথ্য - সংগৃহীত

টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] "REVIVER" হচ্ছে সবচেয়ে বড় ইংরেজী শব্দ যা বাঁ থেকে ডানে বা ডান থেকে বামে পড়লে একই উচ্চারন হয় । 4 (Four) একমাত্র ইংরেজী সংখ্যা যা লিখতে তার অর্থের সমান সংখ্যা লাগে । ১০৫২৬৩১৫৭৮৯৪৭৩৬৮৪২ সংখ্যাটিকে দুই দিয়ে গুন করলে গুনফলে শুধু শেষের দুই প্রথমে চলে আসবে । একটি তেলাপোকার মাথা কেটে ফেললেও সে সপ্তাহ দুয়েক বেঁচে থাকে। তেলাপোকার হৃদপিন্ডের সংখ্যা ১৩ টি। আফ্রিকায় 'ভেলভেশিয়া' নামক এক শ্রেনীর গাছ একশ বছরে মাএ এক ফুট লম্বা হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.