আমাদের কথা খুঁজে নিন

   

একটি বুদ্ধিদীপ্ত ধাঁধা !!! জবাব দেন দেখি !!! (হাল্কা পুরষ্কারের ব্যবস্থা আছে)

Looding……………
আজ আপনাদের এমন একটি ধাঁধা'র সম্মুখীন করব যার সমাধান করতে বেশ খানিকটা নিজের সিপিইউ-এর প্রসেসরটাকে খাটাতে হবে !! তবে হাল্কা আনন্দের খবর হচ্ছে.. এই ধাঁধাটা যিনি সবার প্রথম যুক্তিসহকারে সমাধান করতে পারবেন তিনি-ই প্রথম বিজয়ী হিসেবে গন্য হবেন। আর তার পুরষ্কার ধাঁধার শেষে দেওয়া হল । ধাঁধাটি হল : এক দেশের রাজার কণ্যার যোগ্য পাত্র নির্বাচনে এক পরীক্ষার আয়োজন করলেন। তিনি ঘোষনা দিলেন যে, "যে তাকে সবচেয়ে বিস্ময়কর কিছু করতে পারবে তার কাছে কন্যাকে পাত্রস্থ করবেন। " তখন সেখানে উপস্থিত ছিল তিন দেশের তিন রাজকুমার ছিল।

তারা তখন রাজার ঐ শর্ত শুনে তিন জন একই স্থান থেকে তিন দিকে রওনা হল। **১ম রাজকুমার কিছুদুর গিয়ে এক সন্ন্যাসীর কাছ থেকে এক যাদুর আয়না পেল, যাতে যাকে ইচ্ছা তাকে দেখা যায়। **২য় রাজকুমারও অন্য পথে খানিক টা গিয়ে এক দরবেশ এর কাছ থেকে একটা অমৃত ঔষধ লাভ করলেন, যা মৃত মানুষ এর গায়ে ছিটালে জীবন লাভ করে। **৩য় রাজকুমার অন্যদের মত আলাদা পথে গিয়ে এক পীরের কাছ থেকে পেল যাদুর গালিচা !! যাতে যে কোন স্থানে মাত্র ১ মিনিটে পৌছানো যায়। এবার ঐ তিন রাজকুমার উপরোক্ত বিস্ময়কর জিনিস সংগ্রহ করে আবার একত্রে মিলিত হলেন।

তখন তারা নিজেদের অর্জিত জিনিসগুলোর ক্ষমতা পরখ করে দেখতে চাইল। তখন ১ম রাজকুমার তার ঐ আয়নাটা বের করে বলল রাজকুমারীকে দেখাও... সঙ্গে সঙ্গে আয়নায় দেখল যে রাজকুমারী সাপে কেটে মারা গেছে এবং তখন তাকে মাটি দিতে নিয়ে যাচ্ছে। তখন ২য় রাজকুমার বলল, " আমার এই অমৃত ঔষধ তার গায়ে ছিটালে সে বেঁচে উঠবে, কিন্তু আমরা ঘটনাস্থলে এত দ্রুত কিভাবে পৌছাব ? তখন ৩য় রাজকুমার বলল আমার যাদুর গালিচাতে করে এক মিনিটেই ওখানে পৌছানো সম্ভব। তারপর তারা তিনজন মিলে ঘটনাস্থলে গিয়ে রাজকুমারীকে জীবিত করল। এখন ব্লগারদের কাছে প্রশ্ন হচ্ছে: রাজা কোন রাজকুমারের কাছে তার কন্যাকে পাত্রস্থ করবেন ?? যিনি সবার আগে যুক্তি সহকারে এর সঠিক সমাধান দিবেন.. তার জন্য রয়েছে ২৯ টাকার মোবাইল এ্যাকাউন্ট রিচার্জ !!!! ** উত্তর দেবার সর্বশেষ সময় আগামীকাল বেলা ১১.৫৯ মিনিট পর্যন্ত সঠিক উত্তর আগামীকাল বেলা ১২:০৫ মিনিটে দেওয়া হবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.