Looding……………
আজ আপনাদের এমন একটি ধাঁধা'র সম্মুখীন করব যার সমাধান করতে বেশ খানিকটা নিজের সিপিইউ-এর প্রসেসরটাকে খাটাতে হবে !! তবে হাল্কা আনন্দের খবর হচ্ছে.. এই ধাঁধাটা যিনি সবার প্রথম যুক্তিসহকারে সমাধান করতে পারবেন তিনি-ই প্রথম বিজয়ী হিসেবে গন্য হবেন। আর তার পুরষ্কার ধাঁধার শেষে দেওয়া হল ।
ধাঁধাটি হল :
এক দেশের রাজার কণ্যার যোগ্য পাত্র নির্বাচনে এক পরীক্ষার আয়োজন করলেন। তিনি ঘোষনা দিলেন যে, "যে তাকে সবচেয়ে বিস্ময়কর কিছু করতে পারবে তার কাছে কন্যাকে পাত্রস্থ করবেন। "
তখন সেখানে উপস্থিত ছিল তিন দেশের তিন রাজকুমার ছিল।
তারা তখন রাজার ঐ শর্ত শুনে তিন জন একই স্থান থেকে তিন দিকে রওনা হল।
**১ম রাজকুমার কিছুদুর গিয়ে এক সন্ন্যাসীর কাছ থেকে এক যাদুর আয়না পেল, যাতে যাকে ইচ্ছা তাকে দেখা যায়।
**২য় রাজকুমারও অন্য পথে খানিক টা গিয়ে এক দরবেশ এর কাছ থেকে একটা অমৃত ঔষধ লাভ করলেন, যা মৃত মানুষ এর গায়ে ছিটালে জীবন লাভ করে।
**৩য় রাজকুমার অন্যদের মত আলাদা পথে গিয়ে এক পীরের কাছ থেকে পেল যাদুর গালিচা !! যাতে যে কোন স্থানে মাত্র ১ মিনিটে পৌছানো যায়।
এবার ঐ তিন রাজকুমার উপরোক্ত বিস্ময়কর জিনিস সংগ্রহ করে আবার একত্রে মিলিত হলেন।
তখন তারা নিজেদের অর্জিত জিনিসগুলোর ক্ষমতা পরখ করে দেখতে চাইল।
তখন ১ম রাজকুমার তার ঐ আয়নাটা বের করে বলল রাজকুমারীকে দেখাও... সঙ্গে সঙ্গে আয়নায় দেখল যে রাজকুমারী সাপে কেটে মারা গেছে এবং তখন তাকে মাটি দিতে নিয়ে যাচ্ছে। তখন ২য় রাজকুমার বলল, " আমার এই অমৃত ঔষধ তার গায়ে ছিটালে সে বেঁচে উঠবে, কিন্তু আমরা ঘটনাস্থলে এত দ্রুত কিভাবে পৌছাব ?
তখন ৩য় রাজকুমার বলল আমার যাদুর গালিচাতে করে এক মিনিটেই ওখানে পৌছানো সম্ভব।
তারপর তারা তিনজন মিলে ঘটনাস্থলে গিয়ে রাজকুমারীকে জীবিত করল।
এখন ব্লগারদের কাছে প্রশ্ন হচ্ছে: রাজা কোন রাজকুমারের কাছে তার কন্যাকে পাত্রস্থ করবেন ??
যিনি সবার আগে যুক্তি সহকারে এর সঠিক সমাধান দিবেন.. তার জন্য রয়েছে ২৯ টাকার মোবাইল এ্যাকাউন্ট রিচার্জ !!!!
** উত্তর দেবার সর্বশেষ সময় আগামীকাল বেলা ১১.৫৯ মিনিট পর্যন্ত
সঠিক উত্তর আগামীকাল বেলা ১২:০৫ মিনিটে দেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।