আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা নিয়ে ভালোলাগার ও ভাবনার কিছু কথা

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন ফেব্রুয়ারি মাস টা সব দিক দিয়ে আমার কাছে একটা প্রচণ্ড ভালোলাগার মাস । প্রথমত ২১ শে ফেব্রুয়ারি র মহান ভাষা শহীদ দের স্মরণে বইমেলার কথা বলতে হয় ।

তারপর আসে আমার জন্মদিনের কথা । হ্যাঁ , এই মাসেই এ অধমের জন্ম । যাই হোক , তাঁর পরেই আসে হালের ক্রেজ ভ্যালেন্টাইন ডে আর বাঙালীর আরেকটা ভালোলাগার দিন পহেলা ফাল্গুন । যাই হোক এ মাস টা আসলে আমার মত এই সময়ের সকল তরুনের হৃদয় ভালোবাসার ভাবনায় মেতে ওঠে । আবার কিছুটা হাহাকার বোধ ও করে ( সাধারন অর্থে যারা এখন প্রেমিকার ভালবাসাহীনতায় অস্থির বোধ করছে , কিংবা ভালোবাসা পেয়েও হারিয়েছে) ।

সে যাই হোক , ভালোবাসা দিবস নিয়ে অনেকে অনেক কিছু লেখে , সেগুল আবার বিভিন্ন পত্রিকায় ছাপানো হয় , আমার মত অনেক নাদান পারিন্দে সেগুলো আবার ব্যাপক আগ্রহ নিয়ে পরে ( আমি সর্বশেষ ২ টা ভালোবাসা দিবসে যদিও কোন ম্যাগাজিনের ভালোবাসা সংখ্যা কিনি নাই ) । আজ মনে হল ভালোবাসা নিয়ে কিছু একটা লিখি (কোন জায়গায় তো প্রকাশিত হবে) , যদিও সেরকম কোন কাহিনী নাই , যে শুনে পাবলিক মজা পাবে , কিংবা হাহকার বোধ করবে । ভালোবাসা কি? কিংবা ভালোবাসার সংজ্ঞা কি ? সর্বজন গৃহীত কোন সংজ্ঞা আজ পর্যন্ত মনে হয় কেউ দিতে পারেনি । তবে ভালোবাসা এমন এক অনুভুতি যা ধরা যায়না , ছোঁয়া যায়না , কেবল হৃদয়ের মাঝেই রাখা এক অদৃশ্য ব্যাপার । তবে ভালবাসার প্রকাশ আছে নানাবিধ উপায়ে ।

কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না , এই হল ভালোবাসার স্বরূপ , এভাবেই হয় ভালোবাসার আসল প্রকাশ । কারন এ তো ছকে আবদ্ধ কোন বিষয় নয় । এর ব্যাপ্তি যে বিশাল , নেই কোন সীমানা । যাই হোক বিশ্ব ভালোবাসা দিবস কে সামনে রেখে কিছু লিখতে গেলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে দুটো নারী পুরুষের ভালোবাসার কথা , যার শুরু আদিমকালেই । যদিও ভালোবাসার ব্যাপ্তি আরও বিশাল , ভালোবাসা মানেই নারী পুরুষের "প্রেম " নামে ব্রাকেট বন্দি বিষয় না ।

ভালোবাসা তো পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক , বন্ধুর সাথে বন্ধু কিংবা জনগনের প্রতি আমাদের নেতা নেত্রীর যে ভালোবাসা তাও বুঝায় । আবার পশুপাখি বা ফুলের প্রতি যে মানুষের ভালোবাসা তাও কি ফেলনা ? । তাই অনেকের মত আমিও সেই প্রিয় মানুষ , এমনি এক নারী কে নিয়ে কিছু লিখতে বসে আবারো কিছুটা সন্দিহান । কি লেখা যায় তাকে নিয়ে ? আসলে আমার ভালোবাসার কাহিনী ও তো সেই আটপৌরে আরেকটি ব্যর্থ প্রেমের উপাখ্যান । সেই আমার প্রথম ভালোবাসার মানুষ , যার উপর আমার কোন অধিকার হারিয়েছি অনেকদিন আগেই ।

এখন তার জন্য কেবল শুভকামনাই জানাতে পারি আমি । সেই প্রথম প্রেমের আবেগে ভেসে চোখ বন্ধ করে বলতে পারি না - তোমার জন্য আমি সাধ্যের ভেতরে সবটুকু করতে পারি । অনুভুতি ও গুলো কেমন যেন মরিচা পরে গেছে । হয়ত সে আমার জন্য ছিলই না , এসেছিল ভালোবাসা নামের কিংবা মোহের ক্ষণিকের এক মৃদু হাওয়া নিয়ে । জীবন তো আর থেমে থাকে না ,আমিও এগিয়ে চলি সময়ের পথ ধরে ।

তবুও তাঁর প্রতি কৃতজ্ঞ , কারন সে ই চেনাল আমাকে , ক্ষণিকের জন্য হলেও সেজেছিলাম ভালোবাসার কিছু রং মেখে । ভালোবাসার শেষ আশ্রয়স্থল হারালে নাকি মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে চায় না । আমার এরকম কোন ব্যাপার ও নেই । তবে ছোট্ট এই জীবনে একজন যোগ্য সঙ্গীর খুব দরকার , এটা অস্বীকার করতে পারিনা । মানুষ বেঁচে থাকে আশায় , ভালবাসায় ।

তাই আমি এখন কেবল ভালো একজন মানুষ কিংবা যোগ্য এক সহচরীর কে নিয়ে , যে হবে সত্যি ভালোবাসার প্রিয় মানুষ , তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারি । ভালবাসাহীন , কিংবা বঞ্চনার ভালোবাসা নিয়ে বেঁচে থাকা যখন অসুখের পর্যায়ে পরে , তখন আর একবার চোখ বুজে দেখতে চাই অনাগত সেই প্রিয় মুখের ছবি , ভাবতে চাই ভালোবাসার প্রিয় মানুষের কথা । ভালোবাসা দিবসে অন্তত সকলের হৃদয় ভরে উঠুক ভালোবাসায় । সবাইকে ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.