আমাদের কথা খুঁজে নিন

   

আবারো লিটার হইবার খায়েশ হইছে

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

ব্লগ কিছুদিন নেতা ,পাতিনেতা, লিডার,লিটার মুক্ত ছিলো।আবার শুরু হইছে অথবা কারো মনে খায়েশ জাগছে লিটার হইবার।ভার্চুয়াল জগতে বড় বড় কিছু ডায়লগ, বাক বিতন্ডা করলেই লিটার হওন যায়, পুরা সেইফ। সুবিধা হইলো, রাজপথে ইট পাটকেল ,ডান্ডা বাড়ি খাওনের চান্স, পুলিশের প্যাদানি ও হইতে পারে, কিন্তু এইখানে এইসবের কোনো চিন্তা। একেবারে ঝামেলা বিহীন খাঁটি লিটার হওনের সুযোগ আছে। সাধারণ ব্লগাররা তোমগো মহা ভার্চুয়াল নেতা হওনের প্রতীক্ষায় আছে। চালাইয়া যাও। লিডার লিখতে গিয়া লিটার হইয়া গেছে। তাই সব লিটার কে লিডার পড়তে হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।