আকাশেতে পাল ওড়ায় কালো কাক
পাল ওড়ায় এক ঝাঁক শালিক আর
বুক জুড়ে পাল ওড়ায় অবিরাম
সোনালি সে ওড়নাটা বালিকার।
বালিকাটা অচেনাই থেকে যায়
চেনা যায় মুঠো করা যন্ত্রে
বালিকাকে বেঁধে রাখি প্রতিদিন
গোছালো বা অগোছালো মন্ত্রে।
বালিকা-ই বোঝায় যে প্রেম কি
ভালোবাসা কেন চলে না চলে।
বালিকার শিক্ষায় প্রতিদিন
মুখ ঢাকি সোনালি সে আঁচলে।
রাত বাড়ে আধারটা গাঢ় হয়
কমে আসে জেগে থাকা তালিকা
জেগে থাকি আমি আর সোনালি
ওড়নাতে জড়ানো সে বালিকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।