চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
কতগুলো প্রশ্ন আমার নিজের কাছে এবং কিছুটা সাহস সন্চয় করে আপনাদের কাছেও করা হল।
শেখ মুজিব কিংবা জিয়া আপনার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করেন? আপনি এদের কারো জন্য নিজের স্বার্থের কতটুকু বিসর্জন দিতে প্রস্তুত। তাদের রাজনৈতিক আদর্শে আপনি কতটুকু অনুপ্রানিত?
স্বাধীনতার সংগ্রামটি কারো একক অর্জন নাকি সারা বাংগালী জাতির অর্জন।
দেশটা কার? আওয়ামীলিগের না বিএনপির?
রাজনীতির নামে ব্লগের শিক্ষিত? মানুষেরা যে নোংরা কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন তাতে দেশের কিংবা দেশের গরীব মানুষের কতটুকু উপকার হবে?
বাংলাদেশের নোংরা রাজনৈতিক পরিবেশে কোন একটা রাজনৈতিক দলের পক্ষাবল্বন করে আপনি কি নিজের মর্যাদাকেই অসম্মান করছেন না? যেখানে দুটো রাজনৈতিক দলই ছোটখাট সন্ত্রাসী থেকে শুরু করে গড ফাদারদেরকেও লালন পালন করে থাকে।
বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন অভুক্ত আর সামনের দিনগুলোতে চিত্রটি যখন আরো ভয়াবহ হবার আশংকা আছে তখন আপনার রাজনৈতিক উদ্দ্যেশপ্রনোদিত পোস্টগুলো কতটুকু যথার্থ।
এবার উত্তরগুলো আমিই দিচ্ছি।
প্রথমত আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যক্তি জীবনে পাশাপাশি রাজনৈতিক জীবনে বড় রকমের ব্যর্থ।
আমার জীবনে তাদের কোন প্রভাব একেবারেই নেই।
আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সাড়ে সাতকোটি মানুষের (রাজাকার বাদে) অর্জন।
আমি মনে করি বাংলাদেশ কারো বাপের বা স্বামীর দেশ না এটা পনেরো কোটি মানুষের দেশ।
আমি মনে করি ব্লগে কেউ যখন কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিয়ে পোষ্ট দিয়ে মাত্রাতিরিক্ত আবেগ উচ্ছাস প্রকাশ করেন তারা হয় ন্যাকা নয়ত মুর্খ।
একজন মুজিব, একজন জিয়া, একজন হাসিনা কিংবা একজন খালেদা না থাকলেও আমার কিংবা বাংলাদেশের জীবন থেমে থাকবে না। জীবন তার নিজের গতিতে চলতে থাকবেই।
ব্যক্তিগত জীবনে আমরা সৎ এবং দায়িত্বশীল হলে এদের মুল্যায়নে কোন বিভ্রান্তি ঘটবে না।
তাই আসুন নোংরামী না করে গঠনমুলক আলোচনা কিংবা চিন্তাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সব মানুষের কল্যান কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।