মুক্তিযুদ্ধে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্থ, যে সমস্ত পুরুষ ছিন্নভিন্ন, যে সমস্ত নারী লাঞ্চিত শুধু একটি নতুন দেশ, একটি স্বাধীন দেশ জন্ম নিচ্ছে বলে, যে সমস্ত শিশুরা স্রেফ মার কোলে ঘুমিয়ে, কখন যে মার সঙ্গেই গুলি খেয়ে নির্বিচারে মরে গেছে, তারা-তাদের পরিবার জানে, তারা ফেস করেছে-- পান্জাব রেজিমেন্ট কতটা জঘন্য, বেলুচ সৈন্য কি নিষ্ঠুর, রাজাকার-আলবদর-আল শামস কতটা পৈশাচিক! ভৌতিক রাষ্ট্র অখণ্ড পাকিস্তান ও ইসলাম রক্ষার ফেনা মুখে তুলে সেদিন যে রাজাকার যত অন্যায় করেছে নিজভূমে পাকিস্তানের হয়ে, তাদের কাছে 'বাংলাদেশ' ঋণ স্বীকারের দেশ নয়, মাতৃভূমির মতো তর্কাতীত কোনো ভালোবাসা নয়--এ নিয়ে আলাপেরও কিছু নেই। ফলে, রাজাকারের বিচার হবে, এ তো ১৯৭১-এ ক্ষতিগ্রস্থ একটি পরিবারের সন্তান হয়ে আমি চাবই। আমার পরিবার, আমার পাড়াগাঁ, আমাদের 'মায়ের মতো অসহায়' বাংলাদেশ ক্ষতিগ্রস্থ, আহত, ছিন্নভিন্ন যাদের অপকর্মে, নিশ্চয়ই তাদের বিচার হতে হবে। এ কাজ বিএনপি করতে পারবে না, তারা রাজাকারদের সঙ্গে নিয়েই লড়ছে। সমস্ত সমালোচনার পরেও সত্য, এই কাজ আওয়ামী লীগকেই করতে হবে।
ব্যক্তি মানুষ যেমন ফেরেস্তা না, বাংলাদেশের মানুষদের নিয়েই গঠিত বাংলাদেশ আওয়ামী লীগও ফেরেস্তাদের দল নয়। আমাদের ব্যক্তি মানুষদেরও যেমন প্রতিদিন ব্যর্থতা ও ভুল থেকেই শুধরে শুধরে চলা, যে কোনো দলকেও তেমনই শুধরাতে হবে। তবে আওয়ামী লীগকে রেসপেক্টের জায়গা থেকে নামিয়ে দেবে, এমন ঘাপটি মেরে থাকাদের ব্যাপারে আওয়ামী লীগকেই সতর্ক হতে হবে, হতেই হবে। এর অর্থ এই নয় যে, আমি আওয়ামী লীগের কেউ। ব্যক্তিগতভাবে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জীবনে ছাত্রদল দ্বারা আমি একরাত ভীষণ টর্চার্ড, পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে, মাসখানেকের মধ্যে এক ছাত্রলীগ নেতাকে হলগেটে ঠিকঠাক সালাম দিইনি বলে আমার উপর সুক্ষ চাপ তৈরি করা হলো।
আমি হল লাইফই ত্যাগ করলাম হলে থাকা ৪ বছর পাওনা থাকতেই। এর আগে কলেজে থাকতে হোস্টেলে সিট পাবার স্বার্থে প্রথমে জাসদ-ছাত্রলীগ, পরে ছাত্রমৈত্রী করেছি এবং অতপর এক মৈত্রী নেতার সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগও করেছি। কিন্তু রাজাকারের অপরাধের বিচার আওয়ামী লীগকেই করতে হবে, তা আমি জানি। কারণ, আমি আহমদ ছফা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছফা ভাইয়ের সঙ্গে প্রায় বারো বছর আড্ডায় বসে থেকে শিখতে চেয়েছি।
আজিজ মার্কেট টু বাংলামোটর। আওয়ামী লীগের কট্টর সমালোচক ছফা ভাইয়ের একটি ঐতিহাসিক উক্তি দিয়েই শেষ করব এই স্ট্যাটাস--'আওয়ামী লীগ যদি জেতে, আওয়ামী লীগ জেতে। কিন্তু আওয়ামী লীগ যদি হারে, বাংলাদেশ হারে। '
ফলে, রাজাকারের বিচার আওয়ামী লীগ ছাড়া আর কেউ করার দায়িত্ব রাখে না। আওয়ামী লীগকে জিততে হবে, বাংলাদেশটা বুকের মধ্যে নিয়েই।
১৪ ডিসেম্বর, ২০১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।