জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
আফগান থেকে এক কাবুলিওয়ালা এদেশে বেড়াতে এসেছিল। এক মিষ্টির দোকানদার মিষ্টি সামনে নিয়ে বসে আছে অতচ খাচ্ছে না দেখে সে নিজেই দুই হাত মুখে পুরতে লাগলো। দোকানদার ছুটে এসে তাকে ধরে ফেললো। লোকটি কাবুলি ভাষায় বলতে লাগল, “নিজে ও খাও না আবার অন্যকে ও মিষ্টি খেতে দাও না, এ কেমন মানুষ তুমি?”
কিন্তু দোকানদার তার ভাষা বুঝে না।
সে হৈ চৈ করতে লাগলো। ছেলের দল জমা হয়ে পড়লো। সবাই তাকে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দিল।
পুলিশ দেখলো, লোকটি একজন বিদেশী। এদেশের ভাষা ও হাব-ভাব সে কিছুই বুঝে না।
সুতারাং এই ছোট একটি ব্যাপারে তাকে হাজতে চালান দেয়া ঠিক হবে না। বরং লোকটিকে মাথা ন্যাড়া করে একটি গাধার পিঠে বসিয়ে সারা শহর ঘুরাতে হবে। ছেলের দল পেছনে পেছনে ঢোলক বাজিয়ে মিষ্টি চোর বলে প্রচার করতে থাকবে।
সুতারাং বিপুল আয়োজনে ছেলের দল এইরূপ করতে লাগল।
লোকটি যখন দেশে ফিরে গেল তখন সবাই আসলো তাকে দেখতে, “বল ভাই বাংলাদেশ কেমন দেখলা?”
বললো, “বাংলাদেশ খুব ভাল দেশ।
সেখানে বিনা পয়সায় মিষ্টি, বিনা পয়সায় চুল কাটা, বিনা পয়সায় গাধার পিঠে ভ্রমন, বিনা পয়সায় ছেলেদের বাহিনী আর বিনা পয়সায় ঢোলের বাজনা বাজিয়ে সম্বর্ধনা। সুন্দর এই বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।