আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর কাঁধে সৃজনশীলতার আছর -২



সাম্প্রতিককালের সবচেয়ে বড় সৃজনশীল প্রজেক্ট হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড , জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশ একটি দেশ - তার রাজধানী হচ্ছে - ঢাকা। পাঁচ মিনিট বৃষ্টি হলে পাঁচ ফুট পানি রাস্তায় জমে যায়। মিরপুর থেকে মতিঝিল যেতে পৌণে দুই ঘন্টা সময় লাগে- আবার মিরপুর থেকে মানিকগঞ্জ যেতে সোয়া এক ঘন্টা সময় লাগে। আমাদের পকেটে টাকা নেই, বাজারে নায্যমূল্যের কোন পন্য , পানি নেই, বিদু্ত নেই, গ্যাসও শেষের দিকে।

কিন্তু এতোসব নেই-এর ভীড়ে াামাদের আছে জাতীয় পরিচয়পত্র। তাও একটা না, পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের একটি করে আছে। যখন কারেন্ট চলে যায়...গরমে অস্থির হতে থাকি ...তখন ঐ জাতীয় পরিচয়পত্র ধুয়ে পানি খাই। সে সময় কিছুটা ভাল লাগে, স্বস্তি পাই। আপনিও খেয়ে দেখুন ... এটি একটি ক্রিয়েটিভ কাজ বলে আমার ধারণা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।