আমাদের কথা খুঁজে নিন

   

বহুত ছ্যাক খাইছি আজ থেইক্যা ছ্যাক দিমু..

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

কিরে দোস্ত আছোছ কেমন? নারে ভাল নাই , কেন কি হইছে, ইভার সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে আর বলিস না, নিত্যনতুন আলাপ করে কাল একটা কথা বইলা মাথাটা হেড করে ফেলছে। আরে বলনা কি বলছে ইভা, শোন তাহলে, কাল সকালে আমি কল করে ছিলাম, ফোনটা রিসিপ করে কেমন জানি কথা বলা শুরু করলো, কি সব উল্টা পাল্টা বলা শুরু করছে । আমি জানতে চাইলাম কি হয়েছে আমাকে কিছু্‌ই না বলে , শুধু বলছে তুমি আর আমাকে কল করবেনা, তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নাই, আমি তোমাকে চাইনা, তোমার কথা শুনলে আমার গা জ্বলে, আমি আর তোমার সাথে কোন যোগাযোগ রাখতে চাইনা, আরো কত কি যে বললো। আমি শুধু চুপ করে শুনলাম, পরে আমি বললাম তোমার কি বলা শেষ হয়েছে এবার আমাকে কিছু বলতে দাও, তারপরে আমি ও বলেছি মনের মত বলেছি আমি জীবনেও কাউকেই এসব কথা বলিনাই।

পরে রাগ করে ফোনটা রেখে দিয়েছি। লালন নাইমকে বলছে : আমি তো তোকে আগেই বলেছিলাম যে তুই এই মাইয়ার সাথে প্রেম করতে যাইছ না , তুই তো আমার কথা কানেই দিলিনা, এর আগে পুতুলের সাথে প্রেম করছি , তখন তো বলেছিলি পুতুল অনেক ভাল মেয়ে তোকে জান প্রান দিয়ে ভালবাসে পরে সেই পুতুল ও গেলো, পরে ধরলি ইভাকে আর ইভাও আজ তোকে ফিরিয়ে দিলো। তুই জানিস না লালন , সত্যি ইভাকে আমি অনেক ভালবাসতাম কিন্তু কেন যে ইভা আজ এমন করলো আমি কিছুই বুঝতে পারলাম না। লালন : নাইম আমি একটা কথা শুনেছি জানিনা কতটা সত্যি ইভার এক কাজিন নাকি ইউকে থেকে আসছে ও নাকি ইভাকে অনেক পছন্দ করে আর ইভা প্রথমে ওকে পছন্দ করতো না তবে এখন পছন্দ করে আর এজন্যই হয়তো বা তোকে এসব বলেছে। যাক, যা হবার হয়ে গেছে এখন শান্ত হ, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

না আমি শান্ত হবো না , আজ থেকে আমি নতুন খেলায় মেতে উঠবো আজ থেকে আমাকে তোর দেখবি নতুন এক বেশে নতুন এক নাইমকে, আগের চেয়ে অনেক সভ্য শান্ত অন্য রকম মুডে। কিন্তু কেন, আবার কারো সাথে প্রেম করবি নাকি? হাম আমার প্রেম করবো না মেয়েদের আমার প্রেমে পরাবো তার পর দেখাবো মজা আমাকে যেমন পুতুল ও ইভা যে কষ্ট দিয়েছে আমি তার চেয়ে দ্বিগুন কষ্ট দিবো এই ইভা আর পুতুলদের। আর সেই কষ্ট পেয়ে যেন মেয়েরা বুঝতে পারে কষ্টের কি যন্ত্রনা। আমার এই মিশনের শ্লোগান হচ্ছে : বহুত ছ্যাক খাইছি আজ থেইক্যা ছ্যাক দিমু, মাইয়াগু দেইখা নিমু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।