কবিতা ও যোগাযোগ
বুদ্ধদেব বসুর জন্মশতবর্ষ চলছে। বাংলাদেশে বুদ্ধদেবের কবিতা নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা করেছেন ডক্টর মাহবুব সাদিক ও ডক্টর সৈকত আসগর। তাঁর উপন্যাস নিয়ে পিএইচডি করেছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। ডক্টর ভুঁইয়া ইকবালও তাঁকে নিয়ে গবেষণা করেছেন। এর বাইরে বুদ্ধদেব বসু সম্পর্কিত আর কোনো প্রাতিষ্ঠানিক গবেষণার খবর থাকলে তা জানালে উপকৃত হই।
এছাড়া বুদ্ধদেব বসুকে নিয়ে কোনো চিন্তাশীল প্রবন্ধের হদিশ পেলেও খুশি হবো। বুদ্ধদেবের নাটক মঞ্চায়নের খবর, কিংবা বুদ্ধদেবের সমালোচনার খবরও জানতে চাই। আমার কাছে যা আছে, তার সঙ্গে আপনাদের তথ্য যুক্ত হলে ভালো হয়। বাংলাদেশে বুদ্ধদেব বসু চর্চা নিয়ে একটা গবেষণা-প্রবন্ধ লিখতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।