আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধদেব বসু - আমার প্রিয় লেখক

'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

বুদ্ধদেব বসু আমার প্রিয় সাহিত্যিক। তিনি কবি হিসাবে সবার কাছে পরিচিত হলেও সাহিত্যের নানা শাখায় তার বিচরণ। আর আমার কাছে তার লেখক পরিচয়টাই বড়। বুদ্ধদেব বসুর লেখার সাথে আমার পরিচয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে। যে বইটি তার প্রথম পড়েছিলাম তা ছিল তার শ্রেষ্ঠ উপন্যাস।

ডঃ বিশ্বজিৎ ঘোষের সম্পাদনায় আজকাল প্রকাশনী হতে প্রকাশিত। এরপর শুধুই মুগ্ধতা আর ভাললাগা। গত ৩০শে নভেম্বর ছিল অসম্ভব প্রতিভাবান এই সাহিত্যিকের জন্মদিন। দেরিতে হলেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধদেব বসু, আধুনিক বাংলা সাহিত্যের ধাত্রীদেবতা।

তার পরিচয় অনেক - বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক এবং সম্পাদক। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী কবি। রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতো সব্যসাচী প্রতিভা আর কেউ আসেনি। এ কথা আমি জোর গলায় বলতে পারি। বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালে।

জন্মস্থান কুমিল্লা। পৈতৃক আদি নিবাস বিক্রমপুরের মালখানগর গ্রাম। শৈশব কেটেছে কুমিল্লা, নোয়াখালী আর ঢাকায়। ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ঢাকা বোর্ডে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন।

এরপর ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে ঢাকা কলেজ) থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে আই. এ. পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ.পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান গ্রহণ করার জন্য পদক পান এবং এরপর এম.এ. পরীক্ষাতেও আবার প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। ১৯৩১ এর পর তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শিক্ষকতাই ছিল তার পেশা। রিপন কলেজে অধ্যাপনা করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন।

একবছর অধ্যাপনা করেছেন আমেরিকার পিটসবার্গের পেনসিলভেনিয়া কলেজ ফর উইমেন্স - এ। পেয়েছেন জাতীয় সন্মান পদ্মভূষণ পুরস্কার। তিনি মারা যানা ১৯৭৪ সালের ১৮ই মার্চ, কলকাতায়। তার বইগুলো এখন আমাদের দেশে অত্যন্ত দুর্লভ। কারন তার অধিকাংশ বই পুনঃমুদ্রিত হয়নি।

আজকাল প্রকাশনী উদ্যোগ নিয়ে তার শ্রেষ্ঠ উপন্যাস আর শ্রেষ্ট গল্প প্রকাশ করেছে। সংগ্রহে রাখার মতো দুটি বই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.