বাজারে জনপ্রিয় ফ্লুওরোকুইনোলিনে ডেরিভেটিভ হিসেবে পরিচিত ওষুধ
সিপ্রোফ্লোক্সাসিন। ম্যলেরিয়ার রোগীরা ক্লোরোকুইন গ্রুপের সস্তা ওষুধগুলো খায় এবং তার ফলে ম্যালেরিয়ার রোগীদের শরীরে সিপ্রোফ্লোক্সাসিন কাজ করতে চায় না। দক্ষিণ আমেরিকার গ্রামের কিছু ম্যলেরিয়া রোগীর শরীরে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা সিপ্রোফ্লোক্সাসিনে রেসিস্টেন্ট পাওয়ার পর দেখেন যে, তারা কোনও দিনই সিপ্রোফ্লোক্সাসিন খায়নি কিন্তু ম্যালেরিয়ার ওষুধ খেয়েছিল। আমরা জানি অনিয়মিত কোনও এন্টিবায়োটিক খেলে তার শরীরে এরকম রেসিস্টেন্সি হতে পারে কিন্তু এবার নতুন এই গবেষনার ফলাফল ম্যালেরিয়া রোগীদের জন্য নতুন সতর্কবাণী নিয়ে এলো। এমনকি লিভোফ্লোক্সাসিন,মক্সিফ্লক্সাসিন জাতীয় ওষুধও রেসিস্টেন্সি হতে পারে। রয়টার্স হেলথ অবলম্বনে ডা: অপূর্ব পন্ডিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।