নিজের মাটিকে ভালোবাসুন
দক্ষিণ আফ্রিকায় নতুন এক ধরনের উড়ন্ত মাকড়সার সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। মাকড়সাগুলো মশা খায়। এ মশা যেনতেন মশা নয়, একেবারে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা। বিজ্ঞানীরা আশা করছেন, মাকড়সাগুলো প্রাণঘাতী ম্যালেরিয়ার বিস্তার রোধে সাহায্য করবে। প্রতি বছর বিশ্বব্যাপী 1 কোটি লোক ম্যালেরিয়ায় মারা যায়। বিশেষ করে আফ্রিকার শিশুরা এ রোগের প্রধান শিকার। অস্ট্রেলিয়ার ম্যাকারো বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিবিদ জিমেনা নেলসন বলেন, আমরা মানুষকে উৎসাহিত করবো যাতে তারা এ মাকড়সাগুলোকে না মারে। এতে অনত্দত বাড়িতে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার উপদ্রব কমবে। ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস হলে মাকড়সাগুলোও চলে যাবে।
তথ্যসূত্র: আমাদের সময়, 14.01.2007
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।