স্বপ্নেরা আর তো মেলেনা ডানা,
চেনা মানুষ হয়ে যায় শুধু অচেনা ।
স্বপ্নের দাম চায়,
না পেলে দুরে সরে যায়,
কেনো যে এমন হয়
হয়নি জানা ।
আমার আমিকে আমি
বোঝাই কতো,
এবার বাঁচতে শেখ
নিজের মতো,
তবু কেনো বারে বার,
ছায়া হয়ে সে আমার,
মনের দখল নেয়
কেনো বুঝিনা ।
তার পরে খুজে পাই,
স্যতিই কিছুই নাই,
যা কিছু হচ্ছে সব
আমার কল্পনা ।
০০০০০০০ পার্থ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।