আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু দিবসে আমার দুই কাছের বন্ধুকে শুভেচ্ছা !!!!!!!

munirshamim@gmail.com

আমার দুই জন বন্ধুর ছবি দিলাম। দুই জনের মাঝে বিস্তর ব্যবধান। বয়েসের, পছন্দের। একজন এ প্রজন্মের। অন্যজন সে প্রজন্মের।

শুধু একটাই মিল। তারা দু'জনই আমার কাছের বন্ধু। আপনজন। সে শৈশবে বাবাকে হারিয়েছি। বলা যায় জন্মের পর।

মুক্তিযুদ্ধের সময়। পাক হানাদার বাহিনী বাবাকে খুন করে। আমার বয়স তখন চার কি পাঁচ মাস। সে থেকে আমার মা পরম মমতায়-সংগ্রামে-কষ্টে আমাদের মানে আমরা তিনভাইকে আগলে রেখেছেন। সাহস যুগিয়েছেন।

শান্তনা দিয়েছেন। বলা যায় আমাদের এ পরম বন্ধুই আমাদের বেড়ে উঠার ক্ষেত্রে পথ দেখিয়েছেন। আলো জ্বালিয়েছেন চোখের সামনে। সে আলোকিত পথ মাড়ি দিয়ে আজ আমার বেঁচে থাকা। আলো দেখা।

স্বপ্ন দেখা। আমার দ্বিতীয় বন্ধুর নাম অরিত্রী। ভীষন দুষ্টু। 'নিষেধ মানি না' যার একমাত্র পরিচয়। প্রতিটি বিষয়ে যে অনায়সে না করে যায়।

তবু সেই এখন আমার প্রতিদিনের সাথী। তার সহচর্য আমাকে মুগ্ধ করে। আন্দোলিত করে। মাঝে মাঝে বিরক্তিরও জন্ম দেয়। বিরক্তি-আর ভালবাসার হাতছানিতে পরিপূর্ণ করে সে আমাকে প্রতিদিন-প্রতিনিয়ত।

আজ বন্ধু দিবসে আমার এ পরম দু'বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। একই সাথে ব্লগের সকল বন্ধুদের জন্যও রইলো অনেক শুভ কামনা। জয় হোক বন্ধত্বের ও ভালবাসার................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.