বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আসছে আগামী ৮ই অগাষ্ট’০৮ আমাদের আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির নির্বাচন। প্রায় ১২৫০ এর কিছু বেশী প্লট মালিক সমিতির নির্বাচন। প্রতি বছরই হয়। সেই প্রতিষ্ঠার পর থেকে দুই/একবার বাদে প্রতিবারই নির্বাচন হয়েছে।
প্রতি প্লটের মালিক একজন ভোটার। প্রতিদ্বন্দীতা হয় হাড্ডাহাড্ডি। সবাই মোটামুটি শিক্ষিত দুই একজন ছাড়া।
এবার প্যানেল হয়েছে দুটি। ২০ জনকে নিয়ে একটি প্যানেল।
একটি চেয়ার মার্কা আরেকটি ছাতা মার্কা। যারা দাঁড়িয়েছেন তারা কেউ আমার সম্পর্কে পাড়াতো চাচা/চাচী, বড় ভাই বা সমবয়সী। দুই প্যানেলের সবাইকেই চিনি। সবার সাথেই সখ্যতা রয়েছে। বলে রাখা ভাল এটা একটা অরাজনৈতিক নির্বাচন।
দুই একজন ছাড়া কারো বিরুদ্ধে কাউকে কুৎসা রটনা করতে দেখা যায় না।
তবে প্রতিবারই একজন নির্দিষ্ট ব্যাক্তির (যিনি প্রতিবারই সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন এবং জেতেন) বিরুদ্ধে একটি দল সঙ্গবদ্ধ প্রচারনা চালায়।
মজার ব্যাপার হচ্ছে একই এলাকার হওয়াতে সবাইকে চিনি এবং সবাই আমাকে চেনেন। গত কয়েকদিন ধরে চলছে পুরো মাত্রায় প্রচারনা। সবাই বাসায় আসছে।
লিফলেট দিয়ে যাচেছন। সেদিন এসেছিলেন ফুল প্যানেল সহ একদল যারা চেয়ার মার্কায় দাঁড়িয়েছেন। ওনাদের মধ্যে থেকে একজন আমাকে বোঝাতে শুরু করলেন কেন তাদের ভোট দিতে হবে। ঠিক এই মুহুর্তে পিছন থেকে এক চাচা বলে উঠলেন, “আরে কারে কি কন। ভাতিজা তো আমাদের পার্টির লোক।
এই তো সব ভোট আমাদেরই দিবে। ” সবাই হো হো করে উঠলো এবং চলে গেল নিশ্চিত হয়ে যে আমার কাছ থেকে ফুল প্যানেল ভোট তারা পাচ্ছেন।
আবার ঠিক গতকাল একই চিত্র। আসলেন ছাতা মার্কায় যারা দাঁড়িয়েছেন। ঠিক তাদের মধ্যে থেকে একজন আমাকে লিফলেট দিয়ে বলতে যেই শুরু করবেন যে, তাদের লক্ষ্য কি কি।
এই মুহুর্তে একজন বলে উঠলেন, “আরে ভাই তো, আমাদের ফুল প্যানেলে ভোট দিবে। ধরে রাখেন এই ভায়ের সব ভোট এই প্যানেলেই যাবে। ” এই কথা বলে আমার সাথে হ্যান্ডশেক করে চলে গেলেন।
দুই পক্ষই নিশ্চিত আমি তাদেরকেই ফুল প্যানেলে ভোট দিবো কারণ তাদের সবার সাথেই আমার সদ্ভাব এবং অন্তরঙ্গতা রয়েছে। কিন্তু আমি তো দিবো যেকোন একটি প্যানেলে (বরারর যাদের ভোট দেই)।
এখন যেহেতু দুই দলই আমার প্রতি বিশ্বস্ত তাহলে আমি এখন কি করবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।