আমাদের কথা খুঁজে নিন

   

'যারা আমাদের প্রতি মুহূর্তে লাঞ্ছিত করে, তারাই এখন আমাদের মা-বোন বলে তোয়াজ করে'



'যারা আমাদের প্রতি মুহূর্তে লাঞ্ছিত করে, আজেবাজে কথা বলে গাল দেয় তারাই এখন আমাদের মা-বোন বলে তোয়াজ করছে। পারলে তারা আমাদেরেছোট ছেলেমেয়েদের কোলে তুলে নিয়ে আদর করে' এমন করেই কথাগুলো বলছিলেন রাজশাহীতে অবস্থানরত যৌনকর্মীরা। রাজশাহীর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রায় প্রতিিদিনই রাজশাহীর যৌনকর্মীদের এলাকায় যাচ্ছেন প্রায় প্রতিদিনই। প্রতিবাদমুখর এসব যৌনকর্মীরা অবশ্য এসময় চুপ করে থাকছেন না। তারা উল্টো প্রার্থীদের মনের খায়েশ মিটিয়ে ঝাড়ি দিচ্ছেন প্রতিনিয়তই।

আজ তাদের সাথে ভোট সংক্রান্ত ব্যাপারে কথা বলতে গেলে তারা বলেছেন, যারা এতোদিন অামাদের আজে বাজে কথা বলেছেন, যারা নিজেদের বাঁচাতে অঅমাদের উচ্ছেদ করেছেন, যাদের পায়ের ছায়া তো দুরের কথা যারা অঅমাদের ছায়া দেখে পারলে অন্য পথে হেঁটেছেন তারাই আজ আমাদের দ্বারে দ্বারে ঘুরছেন শুধুমাত্র ভোট পাবার আশায়। তারা বলেছেন, যারা বিগত সময়ে আমাদের ্রপতিশ্রিুতির বানে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু অঅমাদের ভাগ্যের কোন উন্নতি তো দুরের কথা একবারের জন্যও ভাবেন নি, ওদের ভোট দিতে গিয়ে সময় নষ্ট করার কোন ইচ্ছা আমাদের নেই। ওরা ভোটে জিতলেও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহীতে বসবাসরত যৌসকর্মীর সংখ্যা প্রায় ৮ জন।

এদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই চায় তাদের এই পেশা ছেড়ে ভালো কোন চাকরি করার। তারা বলছেন তাদের এখন আর দু'বেলা ঠিকমতো আহার জোটে না এই আকালের বাজারে। তারা এখন যত কথাই বলুক না কেন অনেকরেই ধারনা সব ভোটের মতো রাজশাহী সিটি করপোরেশনের ভোটেও তাদের টাকার মাধ্যমে বস করা হবে। অামাদেরও আশংকা তারা কি শেষ মুহুর্ত পর্যন্ত ধরে রাখতে পারবেন তাদের এই সিদ্ধান্ত?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.