প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!
গতকাল পর্যন্ত প্রথম এবং শেষ মঞ্চ নাটক দেখেছিলাম ঠিক দশ বছর আগে- বিশেষ কারণে এখনও মনে আছে নামটা- সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ যাদুঘরের ছোট্ট এক চিলতে মঞ্চে দেখা 'নাগরিকের - জয়জয়ন্তী' - খুব ভাল লেগেছিল। কিন্তু হলে কি হবে- তারপর কেটে গেছে এক দশক মঞ্চ নাটক আর দেখা হয় নাই। আজকে সকালে যখনি পোস্ট দেখলাম- এ কদিনে সবার অতি পরিচিত আপনজন হয়ে যাওয়া শ্বাশত সত্য' র সাহায্যার্থে ঢাকা থিয়েটার তাদের ৩৫তম বর্ষে জাতীয় নাট্যশালা- শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় মঞ্চস্হ করবে অকাল প্রয়ান সেলিম আল দীনের লেখা এবং সাহসী মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় 'যৈবতী কন্যার মন' তখনি মন ঠিক করে ফেলেছি এটা মিস করা চলবে না। এখন প্রশ্ন হলো টিকেট পাবো কোথায় - তারও সমাধান পেলাম সুহৃদ মেসবাহ যায়াদ ভাইয়ের সাথে মুঠোফোনে কথা বলে- আজকেই ওনার সাথে পরিচয় হলো।
সাতটা বাজার মিনিট পনেরো আগে নাট্যশালায় যেয়ে দেখি ওমা এত মানুষ ঢাকা শহরে নাটক দেখতে আসে ৫০০ টাকা টিকেট কেটে- মনটাই ভালো হয়ে গেল- সবাই মিলে আমরা এখনও মনে হয় অনেক বড় কিছু করতে ফেলতে পারি- বন্ধুর জীবন বাঁচাতে পারি সহাস্যে।
কাউকে চিনি না কিন্তু তাতে কি সবার উদ্দেশ্যতো এক- যাই হোক মেইন অডিটরিয়ামে ঢোকার মুখেই পেয়ে গেলাম দু'পাতার একটা বুকলেট যেটা অনেক দরকারী মনে হয়েছে পরবর্তীতে, আর ঢুকেই মনে হল জায়গাটা অনেক সুন্দর - এখানে ভাল নাটক হওয়া সম্ভব- সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে শুরু হলো নাটক- বলে রাখা ভাল সেলিম আল দীনের এই কথানাট্য'টি সর্বশেষ মঞ্চস্হ হয়েছিল ২০০২ এ - এক ঘন্টা দশ মিনিট করে দুটি পর্ব- প্রথম পর্বের মূল চরিত্র 'কালিন্দী' তে শিমূল ইউসুফ এক কথায় অসাধারন অভিনয় করেছেন- কি চমৎকার তিনি এই বয়েসেও। মাঝে পনের মিনিট বিরতির পর শুরু হওয়া দ্বিতীয় পর্বের নায়িকা আট বছর পরে নাকি মঞ্চে নামা শমী কায়সারের অভিনয় দেখে আমি হতাশ- বয়স বেড়েছে তা নয় মানা গেল কিন্তু পাল্লা দিয়ে বাড়া ওজনটা ভাল লাগেনি- মনে হয় ঠান্ডাজনিত সমস্যাও কিছু একটা ছিল, মিঠুদি চরিত্রে রোজী সিদ্দিকী কে ভাল লেগেছে এই পর্বে। সব মিলিয়ে বেশ ভালই হয়েছে দশ বছর পরে আমার মঞ্চ নাটক দর্শন। আরো ভাল লেগেছে যখন নাটক শেষে শ্বাশত সত্যের বাবা-মা'র হাতে আজকের প্রাপ্তি এক লক্ষ বিশ হাজার টাকার চেকটা তুলে দেয়া। এখনও অনেক বাকী কিন্তু তারপরও আজকের পরে মনে হচ্ছে হয়ে যাবে- ভাল হয়ে উঠুক শ্বাশত- জয় হোক মানবতার এবং বাংলা মঞ্চ নাটক।
(লেখাটি একই সাথে আমার বল্গে প্রকাশিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।