সাগর সরওয়ার
রাইনের পাশ দিয়ে হাটতে হাটতে আমার মনে হলো
আকাশটা এত বড় কেন, পাহাড়টায় এত গাছ কেন
কেন বাতাসে থাকে নদীর গন্ধ?
এ নদীতে কেউ পা ছোঁয়ায় না....
দূর থেকে আরও দূরে তাকিয়ে থাকি, সীমানা খুঁজি, পাই না
ভুল বুঝে দূরে সরে যায় সকলে, আমি চেয়ে থাকি মাছেদের মত
শামুকের মত মাঝে মধ্যে নিজের মাথাটি লুকিয়ে নিই শরীরের মধ্যে
আমার চামড়া শক্ত নয় বলে অদৃশ্য সব খোঁচা কুঁকড়ে দেয় শরীর
কাকে বলবো এই কথা, কাকে .....
নিরঞ্জনাকে বলেছিলাম, কাছে না এসে দূরে দাঁড়িয়ে বলেছিল
: তুমি দু:খ ভালোবাসো।
আমি বলেছিলাম
: না
উত্তর শুনে সে সরে গিয়েছিল দূরে, প্রকৃতির কাছে
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আমি একজনকে খুঁজছি,
যে তাকাবে দুরে, দেখবে আকাশ, পা ছোঁয়াবে জলে
মাছেদের সাথে কাটবে সাঁতার
পাহাড়ের পাখিদের সাথে জমাবে ভাব
কাছে এসে খুব সন্তোর্পনে বলবে
: ভালো আছো?
খুব সকালে ঘুম ভেঙ্গে ঘাসের ডগার
শিশির থেকে পানি এনে বলবে
: খেয়ে দেখো তৃষনা মিটবে
আমার তৃষনা মেটে না কখনো .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।