আমাদের কথা খুঁজে নিন

   

বুকের নদীতে কষ্টের ঢেউ,,!

প্রত্যেকের ভেতরেই বাস করে তার অন্য আরেকটি রুপ! আমি আমার অন্তরালের সেই আমিকে প্রকাশ করতে চাই,,

নিঝুম রাতে সবাই ঘুমায়, আমি জেগে থাকি একা ! কখনো সঙ্গ দেয় আকাশের ঐ চাঁদ, আর কখনো হারানো তোমার অবারিত ভাবনাগুলো! ভাবি কেন জীবনটা এমন হল! শুধু তুমি নেই বলে আমার পৃথিবীটা অন্ধকার,,ছন্দহীন,,! নিষ্ঠুর মানুষগুলোর দেয়া আঘাতে একাই কাঁদি,,তুমি তো নেই, কে আমার ব্যথাগুলো পরম যত্নে মুছে দেবে ! ভাবি, কেন তোমার এই অপূরনীয় শূন্যতা! ফেলে আসা কষ্টের দিনগুলো আজো আমাকে কাঁদায়! আমার সারাটা জীবনের পাতা জুড়ে কেবল অশ্রুর জলচাপ ! তোমাকে না পাওয়ার দুঃখ ! মনে পড়ে অসুস্থ রাতগুলোয় জ্বরের ঘোরে আঁধারে তোমায় খুঁজেছি কত! কেউ এসে পাশে দাড়ায়নি, মাথায় রাখেনি হাত,,! এখনও কাঁদি নিরবেই,,কাউকে বলিনা কিসের ব্যথায় আমার এই অশ্রুজল ! তোমার মত করে বুঝবে এমন কেউ তো নেই ! কেন নেই?? আমি হাঁপিয়ে উঠেছি একা একা এই কষ্টের পথ চলায়,,! আর কতদূর চলে তোমার দেখা পাবো ! সে কোন ঠিকানায় ! এই পৃথিবী আমার কাছে নিস্পৃহ ! আমার সুর মেলে না কারো হাসির ঝর্নাধারায়,,! এত এত চাওয়া-পাওয়ার স্বার্থপর খেলায় ক্লান্ত আমি বড়,,,একটু অবসাদ চাই,,হাত বাড়িয়েই ছুঁতে চাই তোমায়,,তোমার কোলে মাথা রেখে হারাতে চাই সেই না ফেরাদের দলে,,অন্তহীন ঘুমের দেশে,,! মা,,মাগো,, শুধু একটি বার এসো তুমি আমায় নিতে,,,থামিয়ে দিতে এই বুকের নদীতে কষ্টের ঢেউ,,!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।