আমাদের কথা খুঁজে নিন

   

সুলতানা শিরীন সাজির কবিতার অভিমানের সময় ঃ কে কে হাত মেলালাম ?



সর্ব আলোচনার পর অনুভূতির সাথে হাত মেলালাম যখন দামের খড়গ শার্টের কলারের নিচে ধারের শব্দ শোনায় অথবা দুর যুদ্ধমান মানুষের নিদ ভেঙ্গে চুরে পেরিয়ে যায় দুপাখা বিমান, আর পোলিট কিছু মানুষ আমাদের শুধুই আমাদের পৃথিবীটাকে নিছক শান্তির ভিলেজ বানানোর পরিকল্পনায় যুদ্ধ ঘোষনা করে আর কেউ পোলিটের সঙ্গে ভাল থেকে বলে ‍" আমরা ভাল আছি, আমরা ভাল লিখছি, সুখে সুখে করিতেছি দিন গোজরান।" তখন রেটিং জনারন্যে নিঃসঙ্গ পথিক সুলতানা শিরীন সাজি তামিম ইরফান মিরাজ শেখ জলিল আলী আরাফাত শান্ত আইরিন সুলতানা বিবর্তনবাদী নাইম দেবদারু তাত্বিক চিকনমিঞা এবং আরো আরো........................................... সবাই সমান ভীষণ কষ্ট হয় আমার। সাইত্রিশটা কারন এসে ভীড় করে মনের গহীনে। নিঃশব্দে সাঁতার কাটি খুব একা হয়ে। তবু শব্দরা আমার কাছে আসেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.