আমাদের কথা খুঁজে নিন

   

সুলতানা শিরীন সাজি'র

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সুলতানা শিরীন সাজি'র "মমি হতে চাই" কবিতার সূত্র ধরে আমিও একদিন- স্বপ্নে পিরামিড দেখেছিলাম। মিশরে নয়, নীল নদের পাড়ে নয়, তপ্ত কোন মরুতেও নয়- পদ্মার বুকে; পলল মাটিতে জেগে ওঠা এক নতুন চরে- দেখেছিলাম সেই পিরামিড। বুঝেছিলাম, কারো সুপ্ত ভালবাসা সবুঝ ফসলের মতো বেড়ে উঠছিল সেই বালুচরে; অতঃপর, দুঃস্বপ্ন ভর করেছিল আমার স্বপ্নীল দু'চোখে। কার ভালবাসা যেন মমি হয়ে হারিয়ে গেল এক পাষাণ হৃদয়ে। শুধু দেখলাম- এক পিরামিড, মাথা উঁচু করে ঠাঁই দাঁড়িয়ে আছে; ভেতরে কার যেন ভালবাসা মমি হয়ে পড়ে আছে। নাহ্ মিশরে নয়, পদ্মার চরে। (সাজি'র পোষ্টে এই লেখাটা মন্তব্য আকারে ছিল, সুপ্রিয় ব্লগার "রেটিং" এর প্রশংসা ও উৎসাহের কারণে সবার সাথে শেয়ার করার জন্য মন্তব্যটা পোষ্ট আকারে দিলাম।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.