আমাদের কথা খুঁজে নিন

   

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই: সুলতানা কামাল

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

আজ রাজধানীর শাহবাগে বিকেলে চারটায় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত গণসমাবেশে সুলতানা কামাল এ মন্তব্য করেন।

বিরোধী দল বিএনপির উদ্দেশে সুলতানা কামাল বলেন, ‘আপনারা আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার তত্পরতা থেকে সরে আসুন।’

সরকারকে উদ্দেশ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, প্রশাসন ও সরকারকে মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে।

অজয় রায়ের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য দেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.