বিএনপি সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করেছে। কিন্তু তারপরও রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই নেতা ছাড়াও বিএনপি সমর্থক তিনজন নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই তিনজনের মধ্যে বিএনপির তরুণ নেতা যুবদল রাজশাহী মহানগর শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল প্রচারণায় এগিয়ে আছেন। কেন্দ্রীয় বিএনপির অভ্যন্তরীণ সমর্থন তার পক্ষেই আছে বলে দলীয় সূত্রগুলো জানায়। তিনি রাজশাহীর গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত মেয়র প্রার্থী।
মেয়র প্রার্থী বুলবুল বলেন, রাজশাহীতে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা যাতে অক্ষুন্ন থাকে তারজন্য প্রতিপক্ষকে ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার জন্যই আমি প্রস্তুত আছি। তিনি সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রশ্নোত্তর আকারে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।
প্রতিবেদক : আপনার দল নির্বাচন বর্জন করেছে, কিন্তু তারপরও আপনি নির্বাচন করছেন কেন?
বুলবুল : বিএনপির তরুণ নেতা বুলবুল বলেন, চারদলীয় জোট সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তবে স্থানীয়ভাবে কেউ নির্বাচন করার সিদ্ধান্ত নিলে সেটা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত।
স্থানীয়ভাবে গণতান্ত্রিক ঐক্য পরিষদ এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণের চাপে আমি প্রার্থী হয়েছি।
প্রতিবেদক : আপনার দলের একাধিক প্রার্থী নির্বাচনে লড়ছেন, দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সমর্থন পুরো পাবেন কিনা?
বুলবুল : সিটি করপোরেশনের নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়। দলীয় পরিচয়ে নয়, বরং জনগণকে সামষ্টিক অর্থে ঐক্যবদ্ধ করতে পারবেন যিনি তিনিই বিজয়ী হবেন এই নির্বাচনে। সেই লক্ষ্যেই গণতান্ত্রিক ঐক্য পরিষদ আমাকে ঐক্যবদ্ধভাবে মনোনীত করেছে। চারদলীয় জোটভুক্ত দল জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বিএনপির আনুষ্ঠানিক সমর্থন পাইনি ঠিকই।
কিন্তু নির্বাচনী মাঠে নেমে বুঝতে পারছি যে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ এবার আরও বেশী ঐক্যবদ্ধ।
প্রতিবেদক : বর্তমান মেয়র চাঁদাবাজির অভিযোগে দন্ডিত হয়ে কারাবন্দি বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে আপনার দল সফল মেয়র বলে দাবি করেন। তিনি তার তার সমর্থকরা কি আপনাকে সমর্থন জানিয়েছেন?
বুলবুল : আমাদের নেতা রাজশাহীর সফল মেয়র মিজানুর রহমান মিনু ভাই এখন পর্যন্ত কাউকে সরাসরি সমর্থন জানাননি। তবে কেউ কেউ সমর্থন পেয়েছেন বলে প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এটুকু বলতে পারি, আমি মিজানুর রহমান মিনুর স্নেহধন্য।
প্রতিবেদক : রাজশাহী সিটি নির্বাচিনী প্রতিদ্ব›িদ্বতাকারী ১৫ জন মেয়র প্রার্থীর মধ্যে কাকে বেশী শক্তিশালী মনে করছেন?
বুলবুল : সব প্রার্থীকেই আমি শক্তিশালী প্রতিদ্ব›িদ্ব মনে করছি। নির্বাচনী লড়াইয়ে নেমেছি। জনগণের প্রতি আমার বিশ্বাস আছে যে, রাজশাহীর জনগণ কখনই ভুল সিদ্ধান্ত নেননি। এবারেও রাজশাহীর জনগণ সঠিক সিদ্ধান্তই নেবেন বলে আমার বিশ্বাস।
প্রতিবেদক : রাজশাহীর প্রধান সমস্যা কি?
বুলবুল : গ্যাস, বিশুদ্ধ পানি আর জলাবদ্ধতাকেই রাজশাহীর প্রধান সমস্যা বলে মনে করি।
প্রতিবেদক : মেয়র নির্বাচিত হলে রাজশাহীর জন্য কি করবেন?
বুলবুল : গ্যাসই রাজশাহীর প্রধান সমস্যা। এই গ্যাস রাজশাহীতে দ্রুত আনতে চাই। তারপরে জলাবদ্ধতার সমস্যা নিরসন করতে চাই আমি। জলাবদ্ধতা দূরীকরণে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। আমি নির্বাচিত হলে জলাবদ্ধতা দূরীকরণের তৃতীয় পর্যায়ের প্রকল্প শুরু করবো।
বিশুদ্ধ পানি সরবরাহের কাজও প্রথম ও দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে। নির্বাচিত হলে বিশুদ্ধ পানি সরবরাহের তৃতীয় পর্যায়ের প্রকল্প শুরু করবো। এছাড়া রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, রেশম পার্ক স্থাপন, পর্যটন শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কৃষি শিল্প প্রতিষ্ঠা, রাজশাহীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং স্থাপন, মেয়েদের জন্য ফ্রাশন ডিজাইন-বিউটি পারলার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সেবার মান বাড়ানোর লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারিদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবো।
প্রতিবেদক : পদ্মা নদীকে ঘিরে আপনার কোন পরিকল্পনা আছে কি?
বুলবুল : জনগণকে সাথে নিয়ে সরকারের কাছে আবেদন জানিয়ে বলবো পদ্মা নদীর সারফেজ ওয়াটারকে কাজে লাগানোর জন্য একটা বড় প্রকল্প নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।