আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার বসতবাড়ি



অদেখা প্রেম চলল অনেকদিন। মনের মিল হলো বটে; কিন্তু দেখার যে কী প্রবল আগ্রহ- তা দুজনেই টের পাচ্ছিলাম দুজনের লেখা নিয়মিত পত্রে। পত্রেরই চলছিল ভালোবাসা বিনিময়। কখনো আমাকে নিয়ে সে যায় নীল সমুদ্রের পাড়ে, হাতে হাত রেখে দুজনে হাটি বালুচরে। আবার কখনো জোসনা রাতে আমার কোলে মাথা রেখে ও শোনায় সোনালী স্বপ্নের কথা। কখনো আমি ওকে আদর করে খাওয়াই নিজের হাতে রান্না করা হরেক পদের খাবার। দেখা না হলে কী হবে? এভাবে পত্রেই গড়ে উঠছিলো আমাদের ভালোবাসার বসতবাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।