মনের সীমানা ছেড়ে
কতো দূরত্বে যাবে তুমি
কোথায় আমি ছাড়া তুমি?
দেখতে পারো
পালাতে পারো
মনের সীমানা ছেড়ে বলো
পালাবে কোথায়?
বৃথাই কেন আকাশ দেখি?
পাখি আমার খোলো আঁখি,
বৃথাই কেন আকাশ দেখি?
দুটি আকাশ দুটি নদী
তুমি আমি মুখোমুখি।
সুখের ঠিকানায়
তুমি হেঁটে যাও, হাঁটতে থাকো সুখের ঠিকানায়
বিপত্তিটুকু উড়িয়ে দিতে, পাশেই পাবে আমায়।
বাসায় আছি তাই ভালো আছি
ইচ্ছে হয় ছুটে আসি তোমার কাছে
মাঝ পথে বাঁধা হয়ে আছে রাজনীতি
দূরত্বের ভয়াবহ শূন্যতার মুখোমুখি
তবু বাসায় আছি তাই ভালো আছি।
বুকের উত্তাপ
বুকের খুব কাছে থেকেও
বোঝনি বুকের উত্তাপ,
স্বস্তির বাগানে ঘুণপোকা
তবু আমি করেছি মাফ।
বাতাস ওড়াল চুল
বাতাস ওড়াল তোমার চুল
ঘুড়ি আমি উড়ি সে চুলে
কেন গো বাঁধো ঐ চুল
বাতাস তো করেনি গো ভুল।
একসাথে থাকতে গেলে
একসাথে থাকতে গেলে হতেই পারে দ্বন্দ্ব
তুমি যেটা ভাবছো ভালো আমি হয়তো মন্দ
আবার তোমার মন্দে কখনো থাকে না দ্বন্দ্ব
কথায় কথায় অভিমানে কথা করো না বন্ধ
তোমার চোখেই
'ভালোবাসি' শব্দটি
ঘটা করে কী আছে বলার,
যদি তোমার চোখেই দেখি
সমুদ্র আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।